ইন্টারনেট গুজব

বিএনপি নেতা মির্জা ফখরুলের কারামুক্তির গুজব

প্রকাশ: নভেম্বর ০৯, ২০২৩ ০৭:৩০ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পেপসির একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালত মুক্তি দিয়েছে। দাবিটি ব্যাপকভাবে ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

গত ৩০ অক্টোবর ২০২৩ তারিখে Alexis Greer নামের একটি ফেসবুক পেইজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'যুক্তরাষ্ট্রের চা'পে এই মাত্র মির্জা ফখরুলকে মু'ক্তি দিলেন আ'দাল'ত! ৩১ তারিখ থেকে অ'বরো'ধ।'

ফেসবুকে একই দাবিতে কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালত আসলেই মুক্তি দিয়েছে কিনা এমন দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের শুরুতেই ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে টিম চেক ফ্যাক্ট।

কয়েকটি খণ্ড খণ্ড ভিডিও ক্লিপ দিয়ে তৈরি আলোচিত ভিডিওতে প্রথম সারির টেলিভিশন চ্যানেল News24 এর ভিডিও ক্লিপ রয়েছে। যেখানে সংবাদ পাঠিকাকে মির্জা ফখরুলের জামিন সংক্রান্ত সংবাদ পড়তে দেখা যায়।

এই তথ্যের সূত্রে ধরে ইউটিউবে কি ওয়ার্ড অনুসন্ধান করে চলতি বছরের ৯ জানুয়ারি News24 এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে  "কারাগার থেকে মুক্তি পেলেন ফখরুল-আব্বাস" শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

News24 এর উক্ত ভিডিওর শুরুর অংশের সাথে সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুলকে আদালত মুক্তি দিয়েছে দাবিতে প্রচারিত ভিডিওতে ১৫ সেকেন্ড হতে ২৩ সেকেন্ড সময়ে সংযুক্ত ভিডিও ক্লিপের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সকালে রাজধানীর গুলশান-২-এর বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে ঢাকার কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় পুলিশ মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখায় এবং রাতে তাকে আদালতে হাজির করে। আদালতে ফখরুল জামিন আবেদন করলেও আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। তার জামিন কিংবা কারামুক্তির কোনো সংবাদ মূলধারার গণমাধ্যম বা বিএনপির সূত্রে খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

 

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ঢাকার কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে কারাগারেই আছেন। তিনি ঐ মামলায় এখন অবধি জামিন পাননি। অর্থাৎ, মির্জা ফখরুলের কারামুক্তির পুরোনো খবরের ভিডিও প্রচার করা করে তার সাম্প্রতিক কারামুক্তির খবর বলে দাবি করা হচ্ছে; যা মিথ্যা। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM