ইন্টারনেট গুজব

৫০ বছর পূর্তিতে দশ হাজার টাকা উপহার দিচ্ছে সোনালী ব্যাংক?

প্রকাশ: আগস্ট ২৪, ২০২২ ১০:২১ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে একটি ওয়েব লিংক শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ৫০ বছর পূর্তি উপলক্ষে সোনালী ব্যাংক প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সবাইকে দশ হাজার করে টাকা দিচ্ছে। তথ্যটি সামনে আসার পর বিষয়টির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্যঃ  

গত আগস্ট ২১, ২০২২ তারিখে Urmi Akter Bithi নামের আইডি থেকে লিংকটি শেয়ার করা হয়।

Sonali Bank is giving a gift of 10,000 rupees on its 50th anniversary

এছাড়া ফেসবুকে এমন আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।  

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ওয়েব লিংকটি ওপেন করলে দেখতে পায় এটি সোনালী ব্যাংকের ওয়েবসাইটের কোন লিংক নয়।

“Sonali Bank Limited 50th Anniversary Government Fund Subsidy!” শিরোনামের এই ওয়েব লিংকটিতে ক্লিক করলে ৪টি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। প্রশ্নগুলোর উত্তর দেয়া শেষে পুরষ্কার পেতে পোস্টে দেয়া ছবিতে প্রদর্শিত বক্সগুলোতে ক্লিক করতে বলা হচ্ছে এবং প্রাপ্ত পুরষ্কার দাবি করতে লিংকটি বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারের মাধ্যমে ৫টি গ্রুপ অথবা ২০ জন বন্ধুর সাথে শেয়ার করতে বলা হচ্ছে। কিন্তু পুরষ্কার গ্রহণের কোন প্রক্রিয়া খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

এছাড়া ভাইরাল তথ্যটি সম্পর্কে জানতে সোনালী ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে এ সম্পর্কিত কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি। সেখানে কেবল ২০২২ সালে সোনালী ব্যাংক লিমিটেড এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের প্রতি এই ব্যাংকের সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমানের শুভেচ্ছা বাণী দেখতে পাওয়া যায়।  

পরবর্তীতে ৫০ বছর পূর্তি উপলক্ষে সোনালী ব্যাংক প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সবাইকে দশ হাজার করে টাকা দেয়া সম্পর্কিত কোন তথ্য ইন্টারনেটে আছে কিনা দেখতে কী-ওয়ার্ড সার্চ দেয়া হলে Sonali Bank Limited নামের একটি ফেসবুক পেজে এই সম্পর্কিত একটি পোস্ট খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ১৭ আগস্ট, ২০২২ তারিখে প্রকাশিত সেই পোস্টে বলা হয়,  

দৃষ্টি আকর্ষণ

আমরা এই মর্মে সকলকে নিশ্চিত করতে চাই যে সোনালী ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ভার্চুয়াল প্লাটফর্মে কোন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেনি। কাজেই আপনাদের এতদবিষয়ে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক প্রশ্নোত্তরপর্ব বা লিংক এড়িয়ে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।

বিনয়াবনত

পাবলিক রিলেশনস ডিভিশন

Sonali Bank Limited

অর্থাৎ, সোনালী ব্যাংক এর পাবলিক রিলেশনস ডিভিশনের বরাত দিয়ে ভাইরাল লিংকটিকে মিথ্যা বলে বিবেচিত করা হয়েছে। কিন্তু উক্ত পেজটি ভেরিফায়েড না হওয়ায় এবং Sonali Bank Limited নামে আরো কিছু পেজ খুঁজে পাওয়ায় টিম চেক ফ্যাক্ট পেজে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে। পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট কথা বলে জানতে পারে যে, এটিই সোনালী ব্যাংকের অফিশিয়াল পেজ এবং ৫০ বছর পূর্তি উপলক্ষে সোনালী ব্যাংক প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সবাইকে দশ হাজার করে টাকা প্রদানের দাবিটিও মিথ্যা। এ বছর সোনালী ব্যাংকের সুবর্ণজয়ন্তী, কিন্তু এ উপলক্ষে এ ধরনের কোনো ক্যাম্পেইন সম্পর্কে ব্যাংকের পক্ষ থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি।

উল্লেখ্য, এর পূর্বেও ACI Bangladesh কর্তৃক সবাইকে ৫০০০ টাকা দেওয়ার দাবিতে ভুয়া লিংক ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলো টিম চেক ফ্যাক্ট।

মুলত একটি ভুয়া ওয়েবসাইট থেকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্যাম্পেইন লিংকটি ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ৫ টি গ্রুপ অথবা ২০ জন বন্ধুর সাথে শেয়ার করতে বলা হচ্ছে। অনেকেই এটিকে সত্যি মনে করে টাকা পাওয়ার আশায় শেয়ার করতে থাকলে দ্রুতই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সুতরাং ৫০ বছর পূর্তি উপলক্ষে সোনালী ব্যাংক কর্তৃক দশ হাজার করে টাকা দেয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

 

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM