ইন্টারনেট গুজব

যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে সুইডেন?

প্রকাশ: জুন ১৯, ২০২৩ ১১:২২ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হচ্ছে যে, ইউরোপের দেশ সুইডেন যৌনতাকে একটি খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমন দাবিতে বেশকিছু পোস্ট সামনে আসার পর এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

৫ জুন ২০২৩ dhakaday.net নামের একটি ফেসবুক পেজ থেকে এ বিষয়ে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে,

ইউরোপের দেশ সুইডেন এবার যৌনতাকে একটি খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমন স্বীকৃতি দুনিয়ায় এই প্রথম।

এমন দাবিতে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

সুইডেন যৌনক্রিয়াকে সত্যিই খেলা হিসেবে ঘোষণা করেছে কিনা জানতে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হলে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য মাধ্যম থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকেও এ সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।  

এ ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানতে সুইডেনের খেলাধুলা সংক্রান্ত সংগঠন সুইডিশ স্পোর্টস কনফেডারেশন (আরএফ) এর অফিশিয়াল অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে দেশটির যৌনক্রিয়াকে খেলা হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সেখানে একটি প্রেস বিজ্ঞপ্তি  খুঁজে পাওয়া যায়।  যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, সুইডিশ ফেডারেশন অফ সেক্স এর প্রধান ড্রাগান ব্রাটিক আরএফ এর কাছে যৌনক্রিয়াকে খেলা হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন করেছিল। কিন্তু, আরএফ (RF) এর মানদণ্ড অনুযায়ী উত্তীর্ণ না হতে পারার কারণে এই আবেদন বাতিল হয়ে যায়।

তাছাড়া সুইডিশ সংবাদমাধ্যম Göteborgs-Posten এর অফিসিয়াল ওয়েবসাইটে গত ২৬ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়,  আরএফ এর একটি অংশ হওয়ার জন্য সুইডিশ ফেডারেশন অফ সেক্স এর করা আবেদন বাতিল হয়ে গেছে।

এছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবিষয়ে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই তথ্যটি মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, সুইডেন যৌনতাকে একটি খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে দাবিতে যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা সত্য নয়। 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM