ইন্টারনেট গুজব

তানজিন তিশা কি শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হচ্ছেন?

প্রকাশ: অক্টোবর ১২, ২০২২ ০২:২১ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তানজিন তিশাই হতে যাচ্ছেন শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা শিরোনামে একটি সংবাদ ফেসবুক ও বিভিন্ন অনলাইন পোর্টালে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।  

ভাইরাল তথ্যঃ

Bangla Binodon নামের একটি ফেসবুক পেজ থেকে ৪ অক্টোবর,২০২২ তারিখ থেকে সাকিব ও তিশার দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

তানজিন তিশাই হতে যাচ্ছেন শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা ।

তানজিন তিশা কি শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হচ্ছেন

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট জানতে পারে যে, বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমাতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা’র নায়িকা হওয়ার সংবাদটি সত্য নয় বরং কোনোরূপ নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভুঁইফোড় নিউজ পোর্টালে চটকদার শিরোনাম ব্যবহার করে উক্ত তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকের নিজস্ব মনিটরিং টুলস ব্যবহার করে দেখা যায়, গত ৪ অক্টোবরে ‘Ichamoti News’ নামক অনলাইন পোর্টালে “শাকিবের নতুন নায়িকা তানজিন তিশা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটির বিস্তারিত অংশ পর্যবেক্ষণ করে টিম চেক ফ্যাক্ট দেখতে পায়, সংবাদের ভেতর কোনোরূপ তথ্যসূত্রের উল্লেখ ছাড়াই ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করা হয়েছে।

পরবর্তীতে ৫ অক্টোবরে ‘Bangla Ekattor’ নামক আরেকটি অনলাইন পোর্টাল “শাকিবের নতুন নায়িকা তানজিন তিশা” শিরোনামে আরেকটি সংবাদ খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। এই প্রতিবেদনটিতেও বিস্তারিত অংশেও কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্রের প্রমাণ মেলেনি।

অর্থাৎ, ‘শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা তানজিন তিশা’ শীর্ষক শিরোনামের সংবাদগুলো বিস্তারিত পর্যবেক্ষণ করে দেখা যায়, সংবাদের ভেতর কোথাও এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্যের অস্তিত্ব পাওয়া যায় নি।

তবে, গত ৪ অক্টোবর দুপুরে শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে “নতুন সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে‘ জানান দেওয়া একটি পোস্ট খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট , যেখানে সিনেমার নির্মাতা ‘Raihan Rafi’ এবং ‘SK Films’ এর যৌথ প্রযোজনায় হবে উল্লেখ থাকলেও সেখানে নায়িকা হিসেবে কারো নাম উল্লেখ ছিলো না।

পরবর্তীতে বিষয়টি সম্পর্কে আরো অনুসন্ধানে, গত ৪ অক্টোবর সন্ধ্যায় অভিনেত্রী তানজিন তিশার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন আমি যদি সিনেমা করি সেটাতো সুখবর! আর আমি যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে সিনেমা করবো। আশা করি কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না। সবাইকে ধন্যবাদ  । এই পোস্টের মাধ্যমে শাকিবের সিনেমাতে তার নায়িকা হওয়ার তথ্যটিকে গুজব হিসেবে উল্লেখ করেন।

এছাড়া বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে ও সংবাদমাধ্যমেও শাকিব খানের পরবর্তী সিনেমাতে তানজিন তিশার নায়িকা হওয়ার সংবাদটি গুজব হিসেবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছে।

প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে, এখানে এবং এখানে

মূলত, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা আসছে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পরবর্তী সময়ে কিছু বেনামি ভুঁইফোড় অনলাইন পোর্টাল কর্তৃক ‘শাকিবের নতুন নায়িকা তানজিন তিশা’ শীর্ষক চটকদার শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

 

সুতরাং, উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, শাকিব খানের পরবর্তী সিনেমাতে তানজিন তিশার নায়িকা হওয়ার সংবাদটি এখন পর্যন্ত সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM