ইন্টারনেট গুজব

শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি বিলুপ্তির কোন নির্দেশনা দেয়নি শিক্ষাবোর্ড

প্রকাশ: আগস্ট ১৮, ২০২২ ১২:০৭ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে যে, এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তদারকি করবে ডিসি- ইউএনও। থাকছে না কোন কমিটি। তথ্যটির সূত্র হিসেবে মাধ্যমিক -উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে উল্লেখ করা হচ্ছে। তথ্যটি সামনে আসলে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ                                           

আগষ্ট ১১,২০২২ তারিখে NTRCA শিক্ষক নিবন্ধন পেজ থেকে একটি পোস্ট করা হয় যেখানে লেখা হয়,

এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান তদারকি করবে ডিসি-ইউএনও, থাকবে না কোন পরিচালনা কমিটিমাধ্যমিক উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড

পোস্টটি তে প্রায় ২২ হাজার রিয়াক্ট ও ২হাজার বার শেয়ার করা হয়েছে। 

একই দাবিতে ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

চেকফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপন খুঁজে পায়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সমন্বয়) নাসরীন সুলতানা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়,

উপযুক্ত বিষয় সূত্রোস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক সম্মেলন ২০২২ এর সিদ্ধান্ত মোতাবেক শিক্ষ প্রতিষ্ঠানসমূহ তদারকি/পরিদর্শন কার্যক্রম জোরদার করা প্রয়োজন তৎপ্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তদারকি/পরিদর্শন কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো

তবে বিজ্ঞপ্তিটির কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি থাকবে না এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এছাড়া শিক্ষকদের পাঠদান ও তথ্য সম্পর্কিত সরকারি ওয়েবসাইট শিক্ষক বাতায়ন এর প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট সেখানেও বলা হয় যে,

জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল উচ্চমাধ্যমিক কলেজগুলোতে পরিদর্শন তদারকি জোরদার করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয় এর ফলে দেশের সাড়ে পাঁচশতাধিক ডিসি এবং ইউএনও ৩৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন তদারকির দায়িত্ব পেলেন

বর্তমানে সরকারি হাইস্কুল, কলেজ মাদরাসার প্রধান পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা রয়েছেন গতকাল সোমবার বিকেলে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, গত ২৮ জুলাই বিভাগ থেকে ডিসি ইউএনওদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে

সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তদারকি পরিদর্শন কার্যক্রম জোরদার করা প্রয়োজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারকি পরিদর্শন কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো জানতে চাইলে নাসরিন সুলতানা  বলেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারকি পরিদর্শন কার্যক্রম জোরদার করতে ডিসি ইউএনওদের অনুরোধ জানানো হয়েছে

উল্লেখ্য যে, উক্ত প্রতিবেদনেও শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি না থাকার কোনো নির্দেশনা খুঁজে পায় নি টিম চেক ফ্যাক্ট।

এছাড়া জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজগুলোতে পরিদর্শন ও তদারকি জোরদার সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পড়ুন এখানে

এছাড়া টিম চেক ফ্যাক্ট  সংবাদমাধ্যম দেশ রুপান্তরে ১৮ আগষ্ট,২০২২ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। প্রতিবেদনে শিক্ষামন্ত্রণালয়ের ১৭ আগষ্ট,২০২২ এর একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্পষ্টভাবে উল্লেখ করে যে,  বলা হয়,

ম্যানেজিং কমিটি থাকবে না এ কথা সঠিক নয়। আগের মতোই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবেন, এ সংক্রান্ত কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। তবে তারা তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে আগের মতো শিক্ষাকার্যক্রমের তদারকি করবেন।

পরবর্তীতে স্কুল কলেজে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সম্পৃক্ততার নির্দেশনা সম্পর্কে জানতে অধিকতর কী-ওয়ার্ড সার্চ করলে ডিসিদের ২৪ নির্দেশনা প্রধানমন্ত্রীর শিরোনামে দৈনিক যুগান্তর এর অনলাইন ভার্সনে ১৮ জানুয়ারি,২০২২ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যায় যে, ২৪ টি নির্দেশনার ৭ নম্বরে প্রধানমন্ত্রী ডিসিদের  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রমের মানোন্নয়নে উদ্যোগী হতে নির্দেশ প্রদান করেন। কোভিড-১৯ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় অনলাইনে বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাঠদান কার্যক্রম যেন অব্যাহত থাকে সে ব্যবস্থা নেয়ার এবং অপেক্ষাকৃত দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ মনোযোগ দিতে বলেন।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ২০২২ সালের জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তদারকি ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসক ও ইউএনওদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৮ জুলাই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিটির কোথাও স্কুল পরিচালনায় কোনো কমিটি না থাকার বিষয়ে উল্লেখ করা না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষা প্রতিষ্ঠান তদারকি ও পরিদর্শন কার্যক্রম গ্রহণে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে দেওয়া নির্দেশনার সঙ্গে তথ্যটি যুক্ত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে। সুতরাং, শিক্ষা প্রতিষ্ঠান ডিসি-ইউএনও এর তদারকির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বাতিলের দাবিটি বিভ্রান্তিকর। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM