ইন্টারনেট গুজব

ব্যক্তিগত সফরে ডিবি প্রধান হারুনের দুবাইয়ে অবস্থানের দাবিটি মিথ্যা

প্রকাশ: ফেব্রুয়ারী ২৩, ২০২৩ ১২:৪৭ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিবি পুলিশ প্রধান হারুনের একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, ব্যবসায়িক বিনিয়োগ করতে তিনি দুবাই গিয়েছেন এবং বর্তমানে দুবাইয়ের মুটিনা গ্র্যান্ড ডিলাক্স হোটেলের ৪১৬ নাম্বার রুমে অবস্থান করছেন । কোন তথ্যসূত্র ছাড়াই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

ফেব্রুয়ারি ১৬, ২০২৩ তারিখে Abdur Rab Bhuttow নামের একটি ফেসবুক আইডি থেকে ডিবি পুলিশ প্রধান হারুনের ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,  

আরব আমিরাতে বিনিয়োগ করতে দুবাই অবস্থান করছেন ডিবি প্রধান হারুন। উঠেছেন মুটিনা গ্র্যান্ড ডিলাক্স হোটেলের ৪১৬ নাম্বার রুমে।

একই দাবিতে ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট সম্প্রতি ডিবি পুলিশ প্রধান হারুনের বিদেশ সফর সম্পর্কে জানতে কী-ওয়ার্ড সার্চ করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি পরিচালিত অনলাইন সংবাদ পোর্টাল dmpnews.org এ ১৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে নেদারল্যান্ডসে সরকারি সফরে গেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ শিরোনামে একটি সংবাদ খুঁজে পায়।

পরবর্তীতে এই সংবাদের সূত্র ধরে পুলিশ কর্মকর্তা হারুনের সফর সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে জারি করা সরকারি আদেশের কপিটি খুঁজে বের করে টিম চেক ফ্যাক্ট। ২২ জানুয়ারি ২০২৩ জারি করা ওই আদেশের অনুবাদ করলে দেখা যায়,

হারুন অর রশীদ সহ চারজন সরকারি কর্মকর্তা ১৫ ফেব্রুয়ারি কিংবা সম্ভবপর নিকটতম দিন থেকে পরবর্তী ৭ দিন নেদারল্যান্ডসে থাকবেন। আদেশের "Terms and Conditions" অংশে 'C' তে বলা হয়েছে, "The period of stay including the period to be spent on transit will be treated as on duty." অর্থাৎ ট্রানজিটে ব্যয় হওয়া সময়'সহ এসব কর্মকর্তার পুরো সফরকাল সরকারি কাজ বা দায়িত্বপালনের অংশ হিসেবে বিবেচিত হবে।

অতএব উক্ত আদেশ অনুযায়ী, পুলিশ কর্মকর্তা হারুন যদি নেদারল্যান্ডস যাওয়ার পথে ট্রানজিট হিসেবে দুবাইয়ে অবস্থান করেও থাকেন, সেটাও তাঁর সরকারি সফর বা দায়িত্ব পালনের অংশ।

পরবর্তীতে টিম চেকফ্যাক্ট ভাইরাল পোস্টে উল্লেখিত মুটিনা গ্রান্ড ডিলাক্স হোটেল সম্পর্কে জানতে কী-ওয়ার্ড সার্চ করলে এবং trip.com, tripadvisor.com, booking.com, agoda.com সহ হোটেল বুকিংয়ের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো ঘুরেও দুবাইয়ে "মুটিনা গ্রান্ড ডিলাক্স হোটেল" নামের কোন হোটেল খুঁজে পাওয়া যায়নি। এমনকি পৃথিবীতেও এই নামের কোনো হোটেল খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।  

এ থেকে টিম চেক ফ্যাক্ট নিশ্চিত হয় ডিবি পুলিশ হারুনের ব্যক্তিগত সফরে দুবাই যাওয়া ও মুটিনা গ্রান্ড ডিলাক্স হোটেলে অবস্থানের দাবিটি মিথ্যা।

পরবর্তীতে ভাইরাল ছবিটির উৎস খুঁজে পেতে রিভার্স ইমেজ সার্চ করলে টিম চেক ফ্যাক্ট ছবিটি কোথাও খুঁজে না পেলেও হোটেল বুকিংয়ের প্ল্যাটফর্ম 'agoda.com' এতে দুবাইয়ের "Hyatt Place" হোটেলের ছবির গ্যালারীতে ভাইরাল ছবিটির স্থানের সাথে সাদৃশ্য একটি ছবি খুঁজে পায়।

এই ছবির সাদৃশ্যতা থেকে ডিবি পুলিশ প্রধান হারুন নেদারল্যান্ড সফরকালে ট্রানজিট হিসেবে দুবাইয়ের Hyatt Place হোটেলে অবস্থান করেছেন কি না জানতে ডিএমপির গোয়েন্দা শাখার অতিরক্তি উপ-পুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকার এর সাথে যোগাযোগ করে টিম চেক ফ্যাক্ট। তিনি জানান, সরকারি একটি বিশেষ কাজে বর্তমানে তিনি নেদারল্যান্ডসে আছেন। ১৫ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করে দুবাইয়ে ট্রানজিট নেন এবং ট্রানজিট কিছুটা দীর্ঘ হওয়ায় দুবাইয়ের Hyatt Place হোটেলে সময় অতিবাহিত করেন।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ডিবি পুলিশ প্রধান হারুন সরকারি সফরে নেদারল্যান্ড যাওয়ার সময় ট্রানজিট হিসেবে দুবাইয়ের Hyatt Place হোটেলে অবস্থান করেন। সেই হোটেলে অবস্থানকালে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ডিবি পুলিশ প্রধান ব্যবসায় বিনিয়োগের জন্যে দুবাই গিয়েছেন এবং দুবাইয়ের মুটিনা গ্র্যান্ড ডিলাক্স হোটেলের ৪১৬ নাম্বার রুমে অবস্থান করছেন দাবিতে প্রচার করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।  

 

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM