ইন্টারনেট গুজব

বাংলা বর্ণমালা থেকে ৭টি অক্ষর বাদ দেয়ার দাবিটি মিথ্যা

প্রকাশ: মার্চ ১৬, ২০২৩ ১০:৫৯ AM

বাংলা বর্ণমালা থেকে সাতটি বর্ণ বাদ দেওয়ার একটি বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের বরাত দিয়ে একটি ক্ষুদে বার্তার স্ক্রীনশট শেয়ার করে দাবি করা হচ্ছে যে, আগামী ২০২৪ সালে বাংলা স্বরবর্ণ থেকে ঈ ঊ ঋ এবং বাংলা ব্যঞ্জনবর্ণ থেকে ঞ ণ ঢ় ৎ বাদ দেওয়া হবে। দাবিটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  
ভাইরাল তথ্যঃ 
১৬ মার্চ ২০২৩ তারিখে Mahmud Suzon নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ক্ষুদে বার্তার স্ক্রীনশট পোস্ট করা হয় যেখানে লেখা ছিলো,  
প্রিয় সুধী!
আগামী ২০২৪ সালে বাংলা স্বরবর্ণ থেকে ঈ ঊ ঋ 
এবং বাংলা ব্যঞ্জনবর্ণ থেকে ঞ ণ ঢ় ৎ বাদ দেওয়া হবে। 
সেলিনা হোসেন
সভাপতি, 
বাংলা একাডেমি

একই দাবিতে ফেসবুকে আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট বর্ণমালা থেকে সাতটি বর্ণ বাদ দেওয়ার ব্যাপারে জানতে কী-ওয়ার্ড সার্চ করলে এমন কোন সংবাদ খুঁজে না পেলেও বাংলা বর্ণমালা থেকে ৭ অক্ষর বাদ পড়ার গুঞ্জন মিথ্যা  শিরোনামে bangla.dhakatribune এ প্রকাশিত একটি সংবাদ খুঁজে পায়। ১৫ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়,

২০২৪ সালে বাংলা বর্ণমালা থেকে সাতটি অক্ষর বাদ দেওয়া হবে এমন একটি বার্তার স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে, যা সত্য নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ বিষয়ে সেলিনা হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। শুধু শুনেছি। বাংলা একাডেমি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। যারা এ ধরনের বার্তা ছড়াচ্ছে তারা গুজব ছড়াচ্ছে।

পাশাপাশি বাংলাদেশের ইংরেজী সংবাদমাধ্যম ডেইলি স্টার Rumour of 7 letters being dropped from Bangla alphabet untrue শিরোনামে ১৫ মার্চ২০২৩ তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করে এবং বাংলা বর্ণমালা থেকে কয়েকটি বর্ণ বাদ দেয়ার দাবিটি অসত্য বলে জানায়।

পাশাপাশি Channel I এর অফিশিয়াল ফেসবুক পেজেও বাংলা বর্ণমালা থেকে ৭ বর্ণ বাদ দেওয়ার ভুয়া স্ক্রীনশট শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তাছাড়া সেই প্রতিবেদনে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদার একটি কল রেকর্ড প্রকাশ করা হয় যেখানে তিনি এটিকে গুজব নিশ্চত করেন।  

পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে নিশ্চিত করেন।

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের বরাত দিয়ে আগামী ২০২৪ সালে বাংলা স্বরবর্ণ থেকে ঈ ঊ ঋ এবং বাংলা ব্যঞ্জনবর্ণ থেকে ঞ ণ ঢ় ৎ বাদ দেওয়া হবে দাবিতে যে ক্ষুদে বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সত্য নয়। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM