ইন্টারনেট গুজব

গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেফতারের দাবিটি সত্য নয়

প্রকাশ: মার্চ ১৫, ২০২৩ ১২:৩৪ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করে ক্যাপশনে দাবি করা হচ্ছে যে, ভিডিওটি গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেফতারের দৃশ্যের। কোন তথ্যসূত্র ছাড়াই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্যঃ

১৫ মার্চ ২০২৩ অবুঝ মন নামের একটি ফেসবুক আইডি থেকে গিয়াস উদ্দিন তাহেরীর একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,

অবশেষে গ্রেফতার হলো গিয়াস উদ্দিন তাহেরী

একই দাবিতে ফেসবুকে আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।  

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট গিয়াস উদ্দিন তাহেরীর গ্রেফতারের বিষয়ে গুগলে কী-ওয়ার্ড সার্চ করলে এ সম্পর্কিত কোন সংবাদ দেশের কোন গণমাধ্যম বা অনলাইন পোর্টালে খুঁজে পায়নি।

পরবর্তীতে ভাইরাল ভিডিওটি একাধিকবার পর্যবেক্ষণ করলে দেখা যায়,  

“অবশেষে ফেঁসে গেলেন মাওলানা তাহেরী”- শিরোনামে ২ মিনিট ৫ সেকেন্ডের এই ভিডিওতে দাবি করা হচ্ছে, গিয়াসউদ্দিন তাহেরী গ্রেফতার হয়েছেন। ধর্মীয় বক্তা শরীফুল ইসলামের জিহবা কাটার অপরাধে সম্প্রতি চারজনকে গ্রেফতার করা হয়। তারই প্রেক্ষিতে এই ভিডিওতে দাবি করা হয়, এই চারজন রিমান্ডে উক্ত ঘটনার মূল হোতা হিসেবে তাহেরীর কথা বলেছেন। তবে ভিডিওর শেষে আবার এটিও বলা হয় যে, নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে কিছু বলা যাচ্ছে না। এছাড়া ভালভাবে লক্ষ্য করলে দেখা যায় যে, ভিডিওটি উল্টে দেয়া হয়েছে যার কারণে ভিডিওতে থাকা বিভিন্ন লেখা এবং লোগো উল্টোভাবে দেখা যায়। তবে ভিডিওর লেখা এবং লোগোগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলে বুঝা যায়, এটি STTV 24 নামে কোনো চ্যানেল থেকে প্রকাশিত হয়ে থাকতে পারে।

অতঃপর ভাইরাল ভিডিওটি থেকে বিভিন্ন ফ্রেমে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ ও কী-ওয়ার্ড সার্চ করলে STTV 24 নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট যেখানে ভিডিওটির মূল লেখা এবং লোগোটি সঠিক ভাবে দেখা যায়।

৮ এপ্রিল ২০২২ তারিখে Allama Taheri at Hotel Nurjahan, the rest is history. mufti gias uddin taheri শিরোনামে প্রকাশিত ৪ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে গিয়াস উদ্দিন তাহেরী কুমিল্লার নূরজাহান হোটেলে খাবার খান, পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন ও নিচে উপস্থিত লোকজনের সাথে ছবি তোলেন।  

এ থেকে টিম চেক ফ্যাক্ট নিশ্চিত হয় যে, ভিডিওটি তাহেরীর গ্রেফতারের নয় বরং ভিডিওটি ১ বছর পূর্বে নূরজাহান হোটেলে তার খাবার গ্রহণকালের। পরবর্তীতে অধিকতর নিশ্চিত হতে টিম চেক ফ্যাক্ট গিয়াস উদ্দিন তাহেরীর সাথে যোগাযোগ করলে তিনি গ্রেফতার হওয়ার দাবিটিকে সম্পূর্ণ মিথ্যা বলে টিম চেক ফ্যাক্টকে আশ্বস্ত করেন এবং তিনিও ভিডিওটিকে কুমিল্লার নূরজাহান হোটেলে খাবার খাওয়াকালীন সময়ের বলে জানান।

মূলত গত ৫ মার্চ ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ায় শরীফুল ইসলাম নুরী নামে এক ধর্মীয় বক্তার মুখে আঘাত করে তার জিহবার একাংশ কেটে দেয়া হয়

এ ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি ভাইরাল ভিডিওটি প্রচার করে তাহেরীকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচার করা হয়। কিন্তু তাহেরীর মূল ভিডিওটি প্রকাশের তারিখ দেখলে বুঝা যায়, ভিডিওটি উক্ত ঘটনার প্রায় ১১ মাস আগের একটি ঘটনা। তাছাড়া সেই ভিডিওতে তাহেরীকে গ্রেফতার নয় বরং তার সাথে কয়েকজন পুলিশকে একসাথে খাওয়া-দাওয়া করতে দেখা যাচ্ছে। তাই ফেসবুকে গিয়াস উদ্দিন তাহেরীর গ্রেফতারের দাবিতে প্রচারিত ভিডিওটিকে মিথ্যা বলে চিহ্নিত করেছে টিম চেক ফ্যাক্ট। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM