ইন্টারনেট গুজব

৮-১২ ডিসেম্বর বাংলাদেশ থেকে অন্য দেশের ফ্লাইটে সিট না থাকার দাবিটি মিথ্যা

প্রকাশ: ডিসেম্বর ০৭, ২০২২ ১২:০৩ PM

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। আসন্ন এই রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো দেশে কোনো এয়ারলাইন্সে কোনো ক্লাসে কোনো সিট খালি নেই। কোন তথ্য সূত্র ছাড়াই পোস্টটি ফেসবুকে ভাইরাল হলে এর সত্যতা অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

২ ডিসেম্বর, ২০২২ তারিখে ফাতেমা-তুজ জোহরা মীতু নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয় যে,

৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো দেশে কোনো এয়ারলাইন্সে কোনো ক্লাশে কোনো সিট নাই!

🏃🏃রাগব বোয়াল পালাচ্ছে

একই দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল তথ্যটির ব্যাপারে জানতে কী-ওয়ার্ড সার্চ করলে এ সংক্রান্ত কোন সংবাদ খুঁজে পায়নি। পরবর্তীতে ৮ তারিখ থেকে ১২ তারিখ অব্দি বাংলাদেশ থেকে সিট খালি আছে কি না চেক করার জন্য টিম চেক ফ্যাক্ট ৬ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ বিমান এর ই-টিকেটিং সাইটে প্রবেশ করে। সেখানে অনুসন্ধান করে দেখা যায়, তখন পর্যন্ত বাংলাদেশ থেকে কানাডা, দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারতসহ বেশকিছু দেশের ফ্লাইটে সিট খালি আছে।  

ছবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে কানাডার ফ্লাইটে ৯ ডিসেম্বরে দুই ক্লাসে মোট ৬টি সিট খালি দেখা যাচ্ছে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ফ্লাইটে বিজনেস ক্লাসে ৯ ডিসেম্বরের ৪টি সিট খালি দেখা যাচ্ছে,  

পাশাপাশি একই সময়ে বাংলাদেশের বেসরকারি বিমান ইউএস বাংলার ওয়েবয়াইট চেক করে খালি সিটের ব্যাপারে জানার চেস্টা করে টিম চেক ফ্যাক্ট । সেখানে দেখা যায়, ইউএস বাংলা এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে আরব আমিরাত (দুবাই) ফ্লাইটে ৯ ডিসেম্বরের ২১ টি সিট খালি আছে।

এছাড়া বাংলাদেশ থেকে ব্যাংকক ফ্লাইটে ১০ ডিসেম্বরের ৪টি সিট খালি আছে।

পাশাপাশি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ফ্লাইটেও ৮ ডিসেম্বরের ১০টি সিট খালি দেখতে পায় টিম চেক ফ্যাক্ট।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ৮ তারিখ থেকে ১২ তারিখ বাংলাদেশ থেকে অধিকাংশ দেশের ফ্লাইটে সিট এখন পর্যন্ত খালি আছে যা তাদের টিকিট বুকিং সাইটের মাধ্যমে নিশ্চিত হয়েছে টিম চেক ফ্যাক্ট। মূলত, সারাদেশে সমাবেশের অংশ হিসেবে রাজধানী ঢাকায় ১০ ডিসেম্বর গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এই সমাবেশকে ঘিরে দলটির কিছু নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে দাবি করেছেন ১০ ডিসেম্বরের পরে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালাবেন। সেই সূত্র ধরে অনেকেই দাবি করছেন যে, ৮-১২ ডিসেম্বর বাংলাদেশ থেকে কোনো দেশের কোনো ফ্লাইটে কোনো সিট খালি নেই তথা পূর্বেই বুকিং দিয়ে রাখা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন । তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM