ইন্টারনেট গুজব

পাকিস্তান সুপার লিগে সাকিবের দল পাওয়ার দাবিটি মিথ্যা

প্রকাশ: ফেব্রুয়ারী ০১, ২০২৩ ১২:২২ PM

১৩ ফেব্রুয়ারি ২০২৩ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ  (পিসিএল)। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে দাবি করা হচ্ছে, পকিস্তান সুপার লিগে  (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। এমন দাবিতে বেশকিছু ফেসবুক পোস্ট সামনে আসলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

২৫ জানুয়ারি, ২০২৩ তারিখে Faisal Abedin Chowdhury নামের একটি ফেসবুক আইডি থেকে সাকিবের ছবি সংযুক্ত একটি পোস্টার আপলোড করে ক্যাপশনে লেখা হয়,

PSL এ দল পেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

খেলবেন লাহোরের হয়ে 💥

তবে মার্চের ১ তারিখ থেকে ইংল্যান্ড সিরিজ থাকায় ৪ ম্যাচের বেশি খেলতে পারবেন না।

একই দাবিতে ফেসবুকে আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

এছাড়া জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র অনলাইন পোর্টালেও এই দাবিতে একটি সংবাদ প্রচার করা হয়

চেকফ্যাক্ট অনুসন্ধানঃ

 

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট সাকিব আল হাসানের অফিশিয়াল ফেসবুক পেজে সার্চ করে এই সংক্রান্ত কোন তথ্য খুঁজে পায়নি।   

পরবর্তীতে ভাইরাল তথ্যটির সুত্র ধরে কী-ওয়ার্ড সার্চ করা হলে bdcrictime এর অনলাইন পোর্টালে একটি প্রতিবেদন পাওয়া যায় যেখানে সাকিব আল হাসানের বরাত দিয়ে বলা হয়, সাকিব আল হাসান তার পিএসএলে খেলার দাবিটি নাকচ করেছেন এবং পিএসএলে খেলার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।   

এছাড়া অনলাইন পোর্টাল bdcrictime এর অন্য আরেকটি প্রতিবেদন থেকে জানা যায় ২০২৩ সালে সাকিবসহ ২৯ জন বাংলাদেশি খেলোয়াড় পিএসএলের জন্য নিবন্ধন করলেও, কাউকেই দলে নেয়নি পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।

এছাড়া টিম চেক ফ্যাক্ট পাকিস্তানের স্পোর্টস চ্যানেল জিও সুপারের ওয়েবসাইটে গত ২৫ জানুয়ারি প্রকাশিত Franchises finalise squads in PSL Replacement Draft 2023 শিরোনামে এসম্পর্কিত একটি প্রতিবেদন খুঁজে পায়।  প্রতিবেদনটি থেকে জানা যায় ২৫ জানুয়ারি ২০২৩ আসন্ন পাকিস্তান সুপার লিগে র (পিএসএল) ৮ম আসরের রিপ্লেসমেন্ট ড্রাফট অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রতি দলের খেলোয়াড়ের সংখ্যা ২০ জন করার অনুমতি দিয়েছে। যার ফলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি রিপ্লেসমেন্ট ড্রাফটের মাধ্যমে দুইজন অতিরিক্ত খেলোয়াড় নিজেদের দলে নিতে পারবে।

পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট এবং পাকিস্তান সুপার লিগের টুইটার অ্যাকাউন্টে রিপ্লেসমেন্ট ড্রাফটের মাধ্যমে দল পাওয়া খেলোয়াড়দের তালিকা খুঁজে পাওয়া যায়। কিন্তু এই তালিকায় সাকিব আল হাসানের নাম খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

এছাড়া সাকিব যে দল পেয়েছে বলে দাবি করা হয়েছে সেই লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে রিপ্লেসমেন্ট ড্রাফট থেকে দলে নেয়া খেলোয়াড়দের স্বাগত জানিয়ে করা পোস্টেও সাকিবের নাম নেই।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, কিছু খেলোয়াড়ের সাময়িক অনুপস্থিতির জন্য অতিরিক্ত খেলোয়াড় নিতে গত ২৫ জানুয়ারি পাকিস্তান সুপার লিগে র রিপ্লেসমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হয়। উক্ত ড্রাফটকে কেন্দ্র করে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগে  (পিএসএল) দল পেয়েছেন দাবিতে গণমাধ্যম ও ফেসবুকে প্রচার করা হয়। তবে কোন উৎস থেকেই পিএসএলের রিপ্লেসমেন্ট ড্রাফটে দল পাওয়া খেলোয়াড়দের তালিকায় সাকিবের নাম পাওয়া যায়নি। অর্থাৎ পাকিস্তান সুপার লিগে  (পিএসএল) সাকিব আল হাসানের দল পাওয়ার দাবিটি মিথ্যা।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM