ইন্টারনেট গুজব

৯ অক্টোবর খ্রীষ্ট্রধর্মের ইস্টার সানডে পালনের দাবিটি মিথ্যা

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২২ ১০:৪৯ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে, ৯ অক্টোবর একই দিনে হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজো, মুসলিমদের ঈদ-এ-মিলাদুন্নবী, বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা ও খ্রীষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে পালিত হয়েছে। তথ্যটি সামনে আসার পর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

০৮ অক্টোবর, ২০২২ তারিখে শ্রীযুক্ত – shrijukto নামের একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয় যেখানে লেখা হয়,

আগামীকাল

হিন্দুদের লক্ষ্মী পূজা।

বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা।

খ্রিস্টানদের ইস্টার সানডে।

মুসলিমদের ইদে মিলাদুন্নবী..

একই তথ্য সম্বলিত আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল পোস্টে ২০২২ সালের উল্লেখিত ধর্মীয় অনুষ্ঠানগুলোর তালিকা খুঁজে বের করে।  বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি ছুটি-২০২২ এর তালিকায় ০৯ অক্টোবর ২০২২ তারিখে ৩ টি উৎসব উপলক্ষ্যে সরকারি ও ঐচ্ছিক ছুটির তালিকা পাওয়া যায়।  তালিকা অনুযায়ী ০৯ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিত উৎসবগুলো হলো ঈদ-এ-মিলাদুন্নবী, লক্ষ্মীপূজো ও প্রবারণা পূর্ণিমা।  কিন্তু এ তালিকায় ইস্টার সানডে সম্পর্কিত কিছু খুঁজে পাওয়া যায় নি।

পরবর্তীতে ইস্টার সানডে জানতে ছুটির তালিকা দেখা হলে জানা যায় যে, ২০২২ সালের ১৭ এপ্রিল খ্রীস্টানদের ইস্টার সানডে উদযাপিত হয়েছে।

এছাড়া ইস্টার সানডে সম্পর্কে কী-ওয়ার্ড সার্চ করা হলে দেশের গণমাধ্যমে বেশ কিছু সংবাদ খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট যেখানে নিশ্চিত হওয়া যায় যে ২০২২ সালের ইস্টার সানডে ছিলো গত ১৭ এপ্রিল । এ সম্পর্কিত কিছু সংবাদ দেখুন এখানে, এখানে এবং এখানে

 

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, গত ০৯ অক্টোবর একই দিনে ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজো, মুসলিমদের ঈদ-এ-মিলাদুন্নবী, বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা পালিত হলেও ঐদিন ইস্টার সানডে ছিলো না। মূলত ০৯ অক্টোবর দিনটি রবিবার হওয়ায় কোন রকম তথ্য সূত্র ছাড়াই ফেসবুকে প্রচার করা হলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাই ০৯ অক্টোবর,২০২২ তারিখে ইস্টার সানডে পালিত হওয়ার সংবাদটি মিথ্যা। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM