ইন্টারনেট গুজব

৩ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার দাবিটি মিথ্যা

প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২২ ১১:০৫ AM

সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২২ নিয়ে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে, আগামী নভেম্বরের ৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা-২০২২। এমন দাবিতে বেশকিছু পোস্ট সামনে আসার পর এই তথ্যের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্যঃ

সেপ্টেম্বর ০১, ২০২২ তারিখে বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামের পেজ থেকে একটি পোস্ট করে লেখা হয়,  

***ব্রেকিং নিউজ

নভেম্বরের ৩ তারিখ থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা!

নভেম্বরের ৩ তারিখ থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা

 

একই দাবিতে ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামের পেজটি পর্যবেক্ষণ করলে দেখতে পায় যে, পেজটি থেকে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করা হলেও পেজটি কোন সরকারি অফিশিয়াল পেজ নয়, এছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধীদপ্তরের কোন প্রতিষ্ঠান টিম চেক ফ্যাক্ট খুঁজে পায়নি।

পরবর্তীতে এইচএসসি পরীক্ষা-২০২২ সম্পর্কে জানতে কী-ওয়ার্ড সার্চ করা হলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ১২ সেপ্টেম্বর, ২০২২ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সকল বোর্ডের জন্য আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২২ এর একটি সময়সূচি পাওয়া যায় । সময়সূচিতে দেখা যায়, আগামী ৬ নভেম্বর, ২০২২ তারিখে বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে এইচএসসি-২০২২ সালের পরীক্ষা শুরু হবে এবং আগামী ১৩ ডিসেম্বর, ২০২২ তারিখে ফিন্যান্স ,ব্যাংকিং ও বীমা ২য় পত্র এবং শিশু বিকাশ ২য় পত্র পরীক্ষার মাধ্যমে সকল ধরনের তত্ত্বীয় পরীক্ষার সমাপ্তি হবে। তাছাড়া বিজ্ঞপ্তিতে ১৫ থেকে ২২ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে সকল ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার জন্য কলেজগুলো নির্দেশনা প্রদান করেছে শিক্ষা বোর্ড।   

বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড  

এছাড়া এ বছরের এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর শুরু শিরোনামে গত ১২ সেপ্টেম্বর, ২০২২ তারিখে প্রথম আলো’তে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। প্রতিবেদনে বলা হয়,

দীর্ঘদিন আটকে থাকার পর চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হবে। আজ সোমবার এ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৬ নভেম্বর শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। সময়সূচিতে ১১ দফা বিশেষ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এসবের মধ্যে রয়েছে এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা হবে।

এ বছরের এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর শুরু

এছাড়া এইচএসসি পরীক্ষা ২০২২ এর সময়সূচি সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে।  

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, আগামী ৬ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা-২০২২ শুরু হবে। ইতোমধ্যেই গত ১২ সেপ্টেম্বর, ২০২২ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্যসূত্র ছাড়াই আগামী ৩ নভেম্বর এইচএসসি পরীক্ষা-২০২২ শুরু হওয়ার দাবিটি প্রচার করা হচ্ছে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM