ইন্টারনেট গুজব

কাবা শরীফের দরজা অলৌকিকভাবে খুলে যাওয়ার দাবিটি মিথ্যা

প্রকাশ: মে ৩০, ২০২২ ০১:২২ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কা শরীফের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভিডিওটি ধারণের সময় সেখানে উপস্থিত প্রত্যেকে আজান শুনেছে এবং তারপরই কাবা শরীফের দরজা অলৌকিকভাবে খুলে গিয়েছে। তাছাড়া ভিডিওটি শেয়ার করে আরো বলা হচ্ছে, সে সময় কাবা শরীফের ভেতরে বসে অদৃশ্য কেউ নাকি নামাজ পড়ছিলো। এমন দাবিতে ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় ভিডিওটির সত্যতা যাচাইয়ে টিম চেক ফ্যাক্ট অনুসন্ধান চালায়।      

ভাইরাল তথ্যঃ

গত মে ২৭, ২০২২ তারিখে Mohammad Sujauddin Sojib  নামের একটি ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে উল্লেখ করেন,

ঘটনাটি গত শুক্রবার ১৩-০৫-২০২২ এর।

কাবা শরীফের দরজা নিজে নিজে খুলে গিয়েছিল।

আজান দিয়ে দুই রাকাত নামাজ পড়ার শব্দ সবাই শুনছিল। কিন্তু কাবা শরীফের ভেতরে কেউই ছিল না। অদৃশ্য থেকে কে জানি নামাজ পড়ছিল। যা দেখে সকলে ভিডিও করা শুরু করেছিলো🕋 সুবহানাল্লাহ 

আজান দিয়ে দুই রাকাত নামাজ পড়ার শব্দ সবাই শুনছিল

 

ফেসবুকে এরকম আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

 কাবা শরীফের দরজা নিজে নিজে খুলে গিয়েছিল

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের শুরুতেই ভাইরাল ভিডিওটি থেকে বিভিন্ন ফ্রেমে বেশ কয়েকটি স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে হানিয়া হোসেন নামে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির বিজনেস গ্র্যাজুয়েট এবং একজন ইসলামিক ইনফরমেশন নিউজ করেসপন্ডেন্টের বরাত দিয়ে The Islamic Information নামের একটি ওয়েবসাইটে এপ্রিল ২০, ২০২২ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে।   

প্রতিবেদনটির শিরোনামে উল্লেখ করা হয়,

Video About Kaabas Door Opening Miracle is Fake অর্থাৎ কাবার দরজা খোলার অলৌকিক ঘটনা সম্পর্কে ভিডিওটি ভুয়া

Video About Kaaba’s Door Opening Miracle is Fake

প্রতিবেদনটির বিস্তারিত অংশে উল্লেখ করা হয়,

The general presidency of the two holy mosques has confirmed on the news that the video of the miracle is fake. He also confirmed that the video was shot in the month of Ramadan. The door was opened for the Prime Ministers and Presidents from all around the world to visit the holy mosque to perform Umrah. The door is usually opened for influential personalities, and the sanitization process occurs once their delegation leaves.

অর্থাৎ

অলৌকিক ঘটনার ভিডিওটি ভুয়া বলে এক খবরে নিশ্চিত করেছেন সেখানকার মসজিদের সাধারণ সভাপতি। তাছাড়া ভিডিওটি রমজান মাসে তোলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি। তখন বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদের ওমরাহ পালনের জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল। দরজাটি সাধারণত প্রভাবশালী ব্যক্তিত্বদের জন্য খোলা হয় এবং তাদের প্রতিনিধি দল চলে গেলে স্যানিটাইজেশন করে নেয়া হয়।

এছাড়া কী-ওয়ার্ড সার্চে Haramain Sharifain নামে সৌদি আরবের মসজিদুল হারামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মে ২০, ২০২২ তারিখে এই ভিডিওটি সম্পর্কে দেয়া একটি পোস্ট পাওয়া যায়।  

Haramain Sharifain

উক্ত পোস্টেও ফেসবুকে কাবার ‘অলৌকিক’ ঘটনার নামে ভাইরাল এই ভিডিওটিকে মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। তাছাড়া ভিডিওটি রমজান মাসে হারাম পরিদর্শনকারী একজন মুসলিম নেতার জন্য কাবার দরজা খুলে দেওয়ার সময় ধারণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, চলতি বছরের রমজান মাসে মুসলিম নেতাদের পরিদর্শনের উদ্দেশ্য কাবা ঘরের দরজা খুলে দেওয়ার সময় ধারণকৃত একটি ভিডিওকে সম্প্রতিক সময়ে কাবা ঘরের ভিতরে আলৌকিক ঘটনার দৃশ্য বলে মিথ্যা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM