ইন্টারনেট গুজব

ফায়ার সার্ভিসের গাড়িতে সত্যিই আগুন নেভানোর দোয়া লেখা ছিল?

প্রকাশ: এপ্রিল ০৯, ২০২৩ ০৫:৫৯ AM

সম্প্রতি বঙ্গবাজারে অগ্নিকান্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ির একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যায়, অগ্নিনির্বাপক গাড়িটির শরীরে আগুন নেভানোর দোয়া লেখা রয়েছে এবং আগুন নেভাতে দোয়া পড়ার কথা বলা হয়েছে। মূহুর্তেই  ছবিটি ফেসবুকে ভাইরাল হলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট। 

ভাইরাল তথ্যঃ

Shahriare Tareq নামের একটি ফেসবুক আইডি থেকে ৪ এপ্রিল ২০২৩ আগুন নেভানোর দোয়া লেখা ফায়ার সার্ভিসের গাড়ির ছবিটি পোস্ট করে ক্যাপশনে বলা হয়,

"আগুন নেভাতে দোয়া পড়ুন" - গাড়ি দেখে ফায়ার সার্ভিসের মনে হচ্ছে।

আজকে বঙ্গবাজারে আগুন লাগছে, তার আগে সিদ্দিকবাজার, ওয়াহেদ ম্যানশন, নিমতলী - আমি শিউর সবজায়গায় (মার্কেটের ভিতরেও সম্ভব) মসজিদ আছে কিন্তু মার্কেটের নিজস্ব ফায়ার ফাইটার টিম, ফায়ার হাইড্রেন্ট কিংবা অন্যান্য প্রটেকশন ছিলোনা।

দোয়া, নামাজ, আর বিশ্বাস দিয়াই সব সমস্যার সমাধান হইলে তো হইতো।

#বঙ্গবাজার #bongobazar #ধৰ্ম

ফেসবুকে একই দাবিতে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে ইন্টারনেট সার্চের মাধ্যমে বাংলাদেশ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ির কিছু ছবি দেখতে চাইলে ইমেজ শেয়ারিং ওয়েবসাইট flickr.com এ Shadman Samee নামক একজন আলোকচিত্রীর অ্যালবাম থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ির সাম্প্রতিক কিছু ছবি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

এছাড়া Bangladesh Fire Service & Civil Defense এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে  অগ্নিনির্বাপক গাড়ির ছবি খুঁজে বের করে টিম চেক ফ্যাক্ট। কিন্তু কোন ছবিতেই গাড়িতে আগুন নেভানোর দোয়া খুঁজে পাওয়া যায়নি। বরং ছবিগুলোয় দেখা যাচ্ছে, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়িগুলোতে বাংলা অথবা ইংরেজিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, FIRE & RESCUE RESPONSE, বাংলাদেশ ফায়ার সার্ভিসের লোগো, ফোন নাম্বার, টেন্ডারের নাম ইত্যাদি লেখা রয়েছে।

পরবর্তীতে ৪ এপ্রিল,২০২৩ তারিখে কালের কণ্ঠের একটি রিপোর্টে বঙ্গবাজারে অগ্নিনির্বাপনে নিয়োজিত একটি ফায়ার সার্ভিসের গাড়ির ছবি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। সেখানেও কোন ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন নেভানোর দোয়া লেখা খুঁজে পাওয়া যায়নি।

এরপর টিম চেক ফ্যাক্ট আগুনের দোয়া লেখা সম্বলিত ফায়ার সার্ভিসের গাড়ির ছবিটির মূল উৎস খুঁজে পেতে রিভার্স ইমেজ সার্চ করলে গুগল ম্যাপে সিলেটের বিয়ানীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের লোকেশনে ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায়। মো. আবিদুর রহমান নামের একজন গুগল লোকেশন কন্ট্রিবিউটর গুগল ম্যাপে এই ছবিটি ২০১৯ সালের জুলাই মাসে সংযুক্ত করেছিলেন।

ভাইরাল ছবিটি ও রিভার্স ইমেজে প্রাপ্ত ছবিটি পাশাপাশি রেখে পর্যালোচনা করলে দেখা যায় যে, (লাল রঙে মার্ক করা অংশগুলো খেয়াল করুন) আসলে ছবি দুটো একই। মূল ছবিতে দেখা যাচ্ছে গাড়িটায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এর নিচে দুর্ঘটনায় জরুরি ফোন নাম্বার এবং এর নিচে ইংরেজিতে লেখা রয়েছে ‘FIRE & RESCUE RESPONSE’. মূল ছবিতে বাংলা বা আরবিতে লেখা কোনো দোয়া খুঁজে পাওয়া যাচ্ছে না। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ভাইরাল ছবিটি কম্পিউটারে এডিডেট করা হয়েছে। এছাড়া উভয় ছবিতে গাড়ির সামনে একটি কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়। এছাড়া দুই ছবিতেই গাড়ির পেছনে থাকা বিল্ডিংয়ে একজন ব্যক্তির উপস্থিতি দেখা যায়।

সুতরাং উপরোক্ত্ তথ্য প্রমাণের ভিত্তিতে এ বিষয়টি স্পষ্ট যে, বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় ভাইরাল ফায়ার সার্ভিসের গাড়িতে এডিট করে আগুন নেভানোর দোয়া লেখা হয়েছে। মূলত  ২০১৯ সালের জুলাই মাসে গুগল ম্যাপে সিলেটের বিয়ানীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের ফায়ার সার্ভিসের গাড়ির এই ছবিটি আপলোড করা হয়েছিল।    

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM