ইন্টারনেট গুজব

বিএনপির আন্দোলনে অ্যাম্বুলেন্সে আটকে গর্ভবতী মায়ের মৃত্যুর ঘটনাটি মিথ্যা

প্রকাশ: আগস্ট ১৪, ২০২২ ০৯:২৭ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি খবর শেয়ার করে দাবি করা হচ্ছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশের সময় নয়াপল্টনে সড়ক অবরুদ্ধ করে আন্দোলনের কারণে অ্যাম্বুলেন্স আটকে এক গর্ভবতী মায়ের মৃত্য হয়েছে। তবে ভাইরাল পোস্টে  মৃত দাবিকৃত প্রসূতি মায়ের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না থাকায় বিষয়টি নিয়ে মানুষের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়। তাই প্রকৃত ঘটনার সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালায় টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

গত ১৩ আগস্ট ২০২২ তারিখ গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি,   Sultan Md Sirajul Islam এর ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে উল্লেখ করেন,

নয়াপল্টনে বিএনপির সড়ক অবরুদ্ধ করে আন্দোলনে অ্যাম্বুলেন্স আটকে গর্ভবতী মায়ের মৃত্য হয়

আর গাজীপুর জেলা ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা সুশৃঙ্খল মিছিলে অ্যাম্বুলেন্স কে বেরিয়ে যেতে সহোযোগিতা করে

পার্থক্য ঠিক এখানেই এমনভাবে এখানে ছাত্রলীগ করতে চাই যেন প্রত্যেকটা বাবা-মা গর্ব করে বলতে পারেন আমার ছেলে ছাত্রলীগের কর্মী

নয়াপল্টনে বিএনপির সড়ক অবরুদ্ধ করে আন্দোলনে অ্যাম্বুলেন্স আটকে গর্ভবতী মায়ের মৃত্য হয়

তাছাড়া এবিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা Sakib Hasan Swim এর ফেসবুক আইডি থেকে দেয়া একই পোস্ট দেয়া হয়।

Sakib Hasan Swim

মুহুর্তেই পোস্টটি ব্যাপক ভাইরাল হয়

এই বিষয়ে এই রকম অসংখ্য পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এখানে, এখানেএখানে

বিএনপির সমাবেশে প্রসূতি নারীর  অ্যাম্বুলেন্সে মৃত্যুর ঘটনা

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

গত ১১ আগস্ট বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশের ফলে রাস্তা বন্ধ থাকায় কোনো প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে কিনা এ সংক্রান্ত সংবাদ খুঁজতে শুরুতেই গুগল  কী ওয়ার্ড সার্চের মাধ্যমে অনুসন্ধান চালায় টিম চেক ফ্যাক্ট। কিন্তু মূলধারার কোনো সংবাদমাধ্যমেই এই সংক্রান্ত কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে আরও সত্যতা যাচাইয়ে টিম চেক ফ্যাক্ট ১৪ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত প্রকাশিত মূলধারার অন্তত ১৫ টি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে- "নয়াপল্টনে বিএনপি রাস্তায় জ্যামে আটকে প্রসূতি নারী", "বিএনপির সমাবেশের কারণে অ্যাম্বুলেন্স আটকে মৃত্যু", "প্রসূতি নারীর মৃত্যু", "জ্যামে প্রসূতি নারী আটকে পড়ে", "বিএনপির সমাবেশের কারনে রাস্তা বন্ধ", "বিএনপির সমাবেশের রাস্তায় প্রসূতি নারী আটকে পরে মৃত্যু", " নয়া পল্টনে জ্যামে আটকে অ্যাম্বুলেন্সে প্রসূতি নারী ও গর্ভের বাচ্চার মৃত্যু" সহ অন্তত ৫০ টি কিওয়ার্ড ধরে সার্চ করেও আলোচ্য দাবির পক্ষে কোনো তথ্য বা খবরের সন্ধান পায়নি। কোনো রাজনৈতিক সমাবেশের জন্য সাধারণ নাগরিকদের মৃত্যুর খবর বা ঘটনাটি যদি আদৌ ঘটে থাকে তবে তা সংবাদমাধ্যমে প্রকাশ না হওয়া অস্বাভাবিক ব্যাপার।

তাছাড়া ভাইরাল পোস্টের  সবচেয়ে বেশি শেয়ার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা Sakib Hasan Swim এর ফেসবুক পেজে আমরা যাই। গত ১৪ আগস্ট ২০২২ তারিখে দুপুর ১২ টায় তার পেজের ওয়ালে গিয়ে ভাইরাল পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ টাইমলাইন থেকে পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তার পেজ  পর্যবেক্ষণ করে দেখা যায় ১০ ঘন্টা ,  ১৫ ঘন্টা ও ২০ ঘন্টা আগে ৩ টি পোস্ট করা হয়। যে পোস্টের সাথে ভাইরাল বিষয়ের কোন মিল নেই।  

বিএনপির সমাবেশে প্রসূতি নারীর  অ্যাম্বুলেন্সে মৃত্যুর ঘটনা

প্রসঙ্গত , এটা নিশ্চত হওয়া যায় তথ্য প্রচারের বিভ্রান্ত ছড়ানোর ফলে পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে।

তাছাড়া বোম নিউজের বরাত দিয়ে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, 

১১ আগস্ট বিএনপির সমাবেশস্থলের আশেপাশে অ্যাম্বুলেন্স আটকে কোনো প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ পাননি বলে জানান

১১ আগস্ট বিএনপির সমাবেশস্থলের আশেপাশে অ্যাম্বুলেন্স আটকে কোনো প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ পাননি বলে জানান

অর্থাৎ বিএনপির সমাবেশের ফলে রাস্তা বন্ধ থাকায় প্রসূতি মায়ের মৃত্যুর খবরটি ভিত্তিহীন।

সুতরাং সকল তথ্য পর্যালোচনা করে এটা নিশ্চিত হওয়া যায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশের সময় নয়াপল্টনে সড়ক অবরুদ্ধ করে আন্দোলনে অ্যাম্বুলেন্স আটকে গর্ভবতী মায়ের মৃত্য সংবাদটি ভুয়া। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন। টিম চেক ফ্যাক্টের সাথে থাকুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM