ইন্টারনেট গুজব

ভিডিওটিতে দেখানো বৃদ্ধার বয়স কি ৪০০ বছর?

প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২২ ১২:৩৯ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকা একজন বৃদ্ধ মানুষের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, এই বৃদ্ধার বয়স ৪০০ বছর। এমন দাবিতে উক্ত ভিডিওটি কোন তথ্য সূত্র ছাড়াই ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

গত ১০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে Sad Mubin নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

আল্লাহ চাইলে সবই সম্ভব

৪০০ শত বছরের বৃদ্ধা........আমিন

একই দাবিতে ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে ভাইরাল ভিডিও থেকে বিভিন্ন ফ্রেমে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করা হলে থাইল্যান্ড ভিত্তিক গণমাধ্যম KontrasTimes এ একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। প্রতিবেদনে প্রকাশিত একটি ছবির সাথে ভাইরাল ভিডিওর বৃদ্ধার সম্পূর্ণ সাদৃশ্য খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। প্রতিবেদনের অনুবাদ থেকে জানা যায়,

 

লুয়াং ফো ইয়াই নামের একজন বৌদ্ধ সন্ন্যাসী যার বয়স ১০৯ বছর। তিনি ২২ মার্চ, ২০২২ তারিখে মারা যান। ভিডিওটি ১৮ মার্চ ২০২২ তারিখে তিনি বিছানায় অসুস্থ থাকা অবস্থায় করা হয়েছিলো যখন তিনি উচ্চস্বরে কথা বলতে পারতেন এবং নাক তুলতে পারতেন। প্রতিবেদন থেকে আরো জানা যায়,  @auyary13 টিকটক অ্যাকাউন্ট নামের একটি টিকটক একাউন্ট থেকে প্রকাশ করা হয়েছিলো।

এছাড়া Nagesun নামের একটি চীনা গণমাধ্যমেও এ বিষয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে বলা হয়, লুয়াং ফো ইয়াই নামের এই মহিলা 1912 সালে উত্তর-পূর্ব থাইল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং যখন ছবিটি শুট করা হয়েছিল তখন তার বয়স ছিল 109 বছর। এখানেও ভাইরাল ভিডিওটির সাথে ছবির মিল রয়েছে। 

পরবর্তীতে প্রতিবেদনে প্রাপ্ত তথ্যের কী-ওয়ার্ড সার্চ করা হলে ইউটিউবে বেশ কিছু ভিডিও পাওয়া যায় যেখানে ভাইরাল ভিডিওটির বৃদ্ধাকে ১০৯ বছর বয়সী বলে উল্লেখ করা হয়েছে। ভিডিও গুলো দেখুন এখানে, এখানে, এখানে

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় ভাইরাল ভিডিওটি মূলত ১০৯ বছর বয়সী একজন থাইল্যান্ডের বৃদ্ধা সন্ন্যাসীর যিনি ২২ মার্চ, ২০২২ তারিখে মৃত্যুবরণ করেন। এবং ভাইরাল ভিডিওটি ১৮ মার্চ তারিখে ধারণ করা হয়। সম্প্রতি সেই ধারণকৃত ভিডিওটিকে ৪০০ বছর বয়সী বৃদ্ধার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।  

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM