ইন্টারনেট গুজব

বিএনপির নেতাকর্মীদের ট্রেন ভর্তি করে খুলনায় যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি মিথ্যা

প্রকাশ: অক্টোবর ২৩, ২০২২ ০৬:১৯ AM

গত ২২ শে অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণসমাবেশের আগের দিন খুলনায় শুরু হয় দুই দিনের আন্তঃপরিবহন ধর্মঘট। যার ফলে বাসসহ গণপরিবহন না চলায়, সমাবেশে যোগ দিতে বিএনপি নেতা-কর্মীরা নানাভাবে খুলনার উদ্দেশ্যে রাওনা হয়েছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষভর্তি একটি ট্রেনের ছবি ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয়, খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের ট্রেন বোঝাই করে খুলনা রওনা হওয়ার ছবি এটি। ছবিটি সামনে আসলে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

২১ অক্টোবর, ২০২২ তারিখে Md Abdur Rahman Bappy নামের একটি ফেসবুক আইডি থেকে মানুষভর্তি ট্রেনের ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়,

ইতিহাসের পাতায় লিখা থাকবে

খলনায় বাস বন্ধ , কিন্তু থেমে নেই জিয়ার সেনারা

 ইনশাহ আল্লাহ আবারো লাখ লাখ মানুষের অংশগ্রহণের মাধ্যমে খুলনার  সমাবেশ সফল হবে l

ইতিহাসের পাতায় লিখা থাকবে  খলনায় বাস বন্ধ , কিন্তু থেমে নেই জিয়ার সেনারা   ইনশাহ আল্লাহ আবারো লাখ লাখ মানুষের অংশগ্রহণের মাধ্যমে খুলনার  সমাবেশ সফল হবে

ফেসবুকে একই দাবিতে আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানে প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ফেসবুকে ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম The San diego Union Tribune এ ২০১১ সালের ২৩ জানুয়ারি Mass prayer at Bangladesh Islamic peace gathering শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পায়।

প্রতিবেদনে জানা যায়, ২০১১ সালের ২৩ জানুয়ারি ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত তিনদিনের বিশ্ব ইজতেমা শেষে জনবহুল ট্রেনে করে বাড়ি ফেরার চেষ্টা করছে। ছবিটি সে সময়কার।

এছাড়া twistedsifter.com নামের একটি ওয়েবসাইটেও ২০১১ সালের ২৭ জানুয়ারি Picture of the Day: Busiest. Train Ever শিরোনামের একটি প্রতিবেদনে একই ছবিটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, ২০২২ সালের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছবিটি মূলত ২০১১ সালের টঙ্গী বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ শেষে মুসল্লীদের ট্রেনে করে বাড়ি ফেরার সময়কার। সম্প্রতি ছবিটি কোন তথ্য প্রমাণ ছাড়াই খুলনায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশে ট্রেনে করে বিএনপি নেতাকর্মীর যাত্রার দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM