ইন্টারনেট গুজব

বেগুনি ফুলে ছেঁয়ে থাকা ছবিটি সৌদি আরবের মরুভূমির নয়

প্রকাশ: জুলাই ০৩, ২০২৩ ০৯:১৫ AM

মাঠজুড়ে বেগুনি রংয়ের ফুলে ছেঁয়ে থাকা একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, ছবিটি সৌদি আরবের উত্তরাঞ্চলের একটি মরুভূমির দৃশ্য। কোন তথ্যসূত্র ছাড়াই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্যঃ

২২ ফেব্রুয়ারি ২০২৩ Notification Studio নামক একটি ফেসবুক পেজ থেকে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়,

চলতি মৌসুমের শীতে বেশি বৃষ্টিপাত হয়েছে সৌদি আরবে। এতে দেশটির উত্তরাঞ্চলের রাফা অঞ্চলে বিস্তৃত মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধী ফুলে।

একই দাবিতে ফেসবুকে আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে নিউজ অ্যাগ্রিগেটর ইয়াহু নিউজে সংবাদ সংস্থা এএফপিতে ২০১৫ সালের ৩০ অক্টোবর El Nino covers arid Atacama desert in flowers শিরোনামে একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়,

পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি হিসেবে পরিচিত চিলির আতাকামা মরুভূমিতে ঐ বছর ভারী মৌসুমি বৃষ্টিপাত হলে মরুভূমির একটি অংশ গোলাপি রংয়ের বুনো ফুলে ছেয়ে যায়।

এছাড়া ইংরেজি গণমাধ্যম দ্য গার্ডিয়ান এর ওয়েবসাইটেও ২০১৫ সালে প্রকাশিত ভাইরাল ছবিটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট । সেখানেও ছবিটিকে চিলির আতাকামা মরুভূমির বলে উল্লেখ করা হয়।

 

পাশাপশি স্টক ছবির ওয়েবসাইট গেট্টি ইমেজেসও ছবিটি চিলির উল্লেখ  ভাইরাল ছবিটিকে খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।

 

পরবর্তীতে সৌদি আরবে মরুভূমিতে বেগুনি রঙয়ের ফুল ফোঁটার খবর সম্পর্কে জানতে কী-ওয়ার্ড সার্চ করলে টিম চেক ফ্যাক্ট মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ায় ১৭ ফেব্রুয়ারি ২০২৩ Pictures: Desert bloom carpets northern Saudi Arabia with purple flowers শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। প্রতিবেদনে বলা হয়,

সৌদির উত্তরাঞ্চলে রাফা মরুভূমিতে ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফল বিশাল অংশজুড়ে বেগুনি রংয়ের ফুল ফুটেছে।  

তবে প্রতিবেদনে প্রকাশিত ছবিটির সাথে ভাইরাল ছবির কোন সাদৃশ্য খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, সৌদি-ইরাক সীমান্তের কাছাকাছি অঞ্চলে মরুভূমি জুড়ে বেগুনি রংয়ের সুগন্ধী ফুল ফুটলেও ভাইরাল ছবিটি চিলির আতাকামা মরুভূমির একটি অঞ্চলের যা ২০১৫ সালে তোলা হয়েছে। অর্থাৎ চিলির আতাকামা মরুভূমির একটি ছবিকে সৌদি মরুভূমিতে ফুল ফোটার দৃশ্য বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM