ইন্টারনেট গুজব

ছবিটি হযরত মুহাম্মদ সা. এর পায়ের ছাপের?

প্রকাশ: মে ২৯, ২০২৩ ১১:২০ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পায়ের ছাপের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে এটি মহানবী হযরত মুহাম্মদ সা. এর পায়ের ছাপের ছবি। এমন দাবিতে ছবিটিসহ বেশকিছু পোস্ট সামনে আসলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

MD Lamal Hossen নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করে সেটি মহানবী হযরত মুহাম্মদ সা. এর পায়ের ছাপের ছবি বলে দাবি করা হয়।

এমন দাবিতে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই ভাইরাল ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে Alain Truong নামের একটি ওয়েবসাইটে ২০১৮ সালের ২৪ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির বিবরণীতে এর ক্রেডিট হিসেবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার প্যান মিউজিয়ামের নাম উল্লেখ থাকতে দেখা যায়। তাছাড়া ছবিটির বিবরণীতে আরও উল্লেখ ছিলো যে, এটি ইরাকের উর-নাম্মুর মানুষের পায়ের ছাপ সম্বলিত একটি ইট।

তাছাড়া রিভার্স ইমেজ সার্চে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার প্যান মিউজিয়ামের ওয়েবসাইটে ‘BRICK‘ শিরোনামে একই ছবি খুঁজে পাওয়া যায়। মিউজিয়ামের ওয়েবসাইটটিতে প্রদত্ত ছবিটির বিস্তারিত তথ্য থেকে জানা যায়, মিউজিয়ামে ইটটির নাম্বার B16460 এবং বর্তমানে এটি মিউজিয়ামের মিডল ইস্ট গ্যালারিতে প্রদর্শন করা হচ্ছে। তাছাড়া সেখানে আরও উল্লেখ আছে যে, কাদামাটি নির্মিত এই ইটটি সংগ্রহ করা হয়েছিল ইরাকের উর শহর থেকে,  ইটটির নির্মাণকাল খ্রীস্টপূর্ব ২১০০-২০০০ সাল।

ভাইরাল ছবিটি ছাড়াও মিউজিয়ামটির ওয়েবসাইটে পায়ের ছাপযুক্ত ইটের আরও একাধিক ছবিও রয়েছে।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইটের টুকরোর উপর মহানবী হযরত মুহাম্মদ সা. এর পায়ের ছাপের ছবি দাবিতে যে ছবি ভাইরাল হয়েছে তা সত্য নয়। মূলত প্রায় চার হাজার বছরের পুরানো এই ইটের টুকরাটি ইরাকের প্রাচীন উর (Ur) নগরীতে পাওয়া গিয়েছে। বর্তমানে পায়ের ছাপ সংবলিত এই ইটের টুকরোটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া রাজ্যের পেন মিউজিয়াম (Penn Museum) এ সংরক্ষিত আছে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM