ইন্টারনেট গুজব

পৃথিবীর সবচেয়ে ছোট পাখির ছবি?

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২২ ০৫:২৭ AM

পৃথিবীর সবচেয়ে ছোট পাখি যে হামিং বার্ড, এই তথ্য আমরা কম বেশি সকলেই জানি। সম্প্রতি এই হচ্ছে হামিং বার্ড টোপাজ, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি শিরোনামে একটি ছোট পাখির ছবি বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ছবিটি সত্যিই ‘টোপাজ’ প্রজাতির হামিং বার্ডের কিনা, তার সত্যতা যাচাই এবং বিস্তারিত জানতে টিম চেক ফ্যাক্ট অনুসন্ধানে নামে। আসুন দেখে নেয়া যাক অনুসন্ধানে মূলত কি পাওয়া গেল।   

ভাইরাল তথ্যঃ

Joe J Guest নামের একটি ফেসবুক আইডি থেকে ফেব্রুয়ারি ১৪, ২০২২ তারিখে ছবিটি শেয়ার করে লিখা হয়েছে Very tiny…’ অর্থাৎ খুব ছোট।

তাছাড়া Stan Norland নামের অন্য আরেকটি আইডি থেকে ফেব্রুয়ারি ১৩, ২০২২ তারিখে ছবিটি শেয়ার করে লিখা হয়েছে Unbelievable অর্থাৎ অবিশ্বাস্য।

এরকম আরও পোস্ট দেখতে ক্লিক করুন এখানে, এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

চেক ফ্যাক্ট পুরো ঘটনাটি তথ্য উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে। টোপাজ হামিং বার্ড দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায় কেউ একজন হাতের দুই আঙুল দিয়ে খুবই ছোট একটি গাছের ডাল ধরে আছে এবং ডালটির অপর পাশে উজ্জ্বল পালকের ছোট পাখিটি বসে আছে।

অনুসন্ধানের প্রথম ধাপ হিসেবে পোস্টের সাথে জুড়ে দেয়া ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে nvillustration নামের একটি ইন্সটাগ্রাম একাউন্ট পাওয়া যায় যেখানে এই ছবিটি জুন ৩, ২০১৮ সালে পোস্ট করা হয়েছিল।   

তাছাড়া ছবিটির ক্যাপশনে লিখা আছে, "156/365, Number One Hundred fifty six from our 365 days of miniature art ~ Crimson topaz Hummingbird ..." অর্থাৎ ৩৬৫ দিনের মিনিয়েচার শিল্পকর্মের মধ্যে এটি ১৫৬তম। পোস্টটির ক্যাপশনে হ্যাশট্যাগে #papercut #paperart #papercutting #papercutartist #paperbird লিখা থাকতে দেখা যায়।

তাছাড়া ইন্সটাগ্রাম একাউন্টনটির বর্নানায় লিখা আছে "Creating nature with Paper". অর্থাৎ কাগজ দিয়ে প্রকৃতি তৈরি করছি। এছাড়া ইন্সটাগ্রাম একাউন্টনটির ছবির গ্যালারীতে প্রবেশ করলে আরও অসংখ্য পশুপাখির প্রতিকৃতি দেখা যায়।

তাছাড়া একই নামে ফেসবুকে সার্চ করা হলে তাদের ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যায়, যেখানে একই তারিখে ও একই শিরোনামে সেই ছবিটি পোস্ট করা আছে।

তাদের এই ফেসবুক পেজটি সম্পর্কে ‘অ্যাবাউট সেকশনে’ লিখা আছে We are Nature lovers and love to explore the nature through our art.. "Birds are love of our life" অর্থাৎ আমরা প্রকৃতি প্রেমী এবং আর্টের মাধ্যমে প্রকৃতি অন্বেষণ করতে ভালোবাসি.. "পাখি আমাদের জীবনের ভালবাসা"

তাছাড়া ফেসবুকে দেয়া তাদের ওয়েবসাইট লিংকে প্রবেশ করে ‘Our Story’ সেকশনে প্রবেশ করলে সেখানে লিখা আছে, Nayan and Vaishali are miniature Paper cut artist duo currently based in Ahmedabad (India). They are specialised in miniature layered Paper cut art. They have been practicing paper art since 2015 and are best known for their 1000 days of miniature art series created during 2018-2020. অর্থাৎ ‘নয়ন এবং বৈশালী হল বর্তমানে আহমেদাবাদ (ভারত) ভিত্তিক ক্ষুদ্র কাগজ কাটা শিল্পী যুগল। তারা ক্ষুদ্র স্তরবিশিষ্ট পেপার কাট আর্টে বিশেষ পারদর্শী। তারা ২০১৫ সাল থেকে পেপার আর্ট অনুশীলন করছে এবং ২০১৮-২০২০ এর মধ্যে তৈরি তাদের ১০০০ দিনের ক্ষুদ্র শিল্প সিরিজের জন্য সবচেয়ে বেশি পরিচিত।’

এছাড়া Nayan and Vaishali are miniature Paper cut artist duo লিখে গুগলে সার্চ করলে designboom নামের একটি ওয়েবসাইট লিংক পাওয়া যায়, যেখানে তাদের এই শিল্পকর্মগুলো প্রকাশিত হয়েছে।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের মাধ্যমে এ বিষয়টি স্পষ্টভাবেই বোঝা যায়, যে পাখির ছবিটি হামিং বার্ড “টোপাজ” বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এটি কোন বাস্তব পাখির ছবি নয়। মূলত এটি একটি কাগজ কেটে তৈরি শিল্পকর্ম। আর পাখির এই শিল্পকর্মটি সৃষ্টি করছেন ভারতের ক্ষুদ্র কাগজ কাটা শিল্পী নয়ন এবং বৈশালী।

এখানে উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ছোট পাখি টোপাজ হামিংবার্ড নয়,  কিউবান হামিংবার্ড এবং এটি বি হামিংবার্ড নামেও পরিচিত।

তাছাড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারেও বিশ্বের সবচেয়ে ছোট পাখি হিসেবে কিউবান হামিংবার্ড হামিংবার্ড বা বি হামিং বার্ডকে স্বীকৃতি দেয়া হয়েছে।

উপরোক্ত প্রমাণের ভিত্তিতে চেক ফ্যাক্ট নিশ্চিত হয়েছে যে, ছবিটি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিংবার্ডের না। মূলত এটি একটি কাগজ কেটে তৈরি শিল্পকর্ম। আর পাখির এই শিল্পকর্মটি সৃষ্টি করছেন ভারতের ক্ষুদ্র কাগজ কাটা শিল্পী নয়ন এবং বৈশালী। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM