ইন্টারনেট গুজব

সম্পত্তিতে সন্তানের অধিকার সম্পর্কে কোন রায় দেয়নি বাংলাদেশের সুপ্রিম কোর্ট

প্রকাশ: সেপ্টেম্বর ০৪, ২০২২ ১২:৩৯ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা মায়ের বাড়িতে সন্তানের অধিকার সম্পর্কিত একটি ডিজিটাল পোস্টার ব্যাপকভাবে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, “বাবা মায়ের বাড়িতে আর সন্তানের আইনত অধিকার আর থাকবে না, ছেলের থাকা বা না থাকাটা নির্ভর করবে বাবা মায়ের ওপর। শেষ বয়সে বাবা মায়ের ঠিকানা বৃদ্ধাশ্রমে না হয়ে যেন নিজের গড়া বাড়িতেই হয় তাই এই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট”। এমন দাবিতে বেশ কয়েকটি ফেসবুক পোস্ট সামনে আসলে বিষয়টি সত্যতা সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান চালায় টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য  

গত জুলাই ১৬, ২০২২ তারিখে Nuralam Siddeki নামের একটি ফেসবুক আইডি থেকে উক্ত পোস্টারটি শেয়ার করা হয়েছে।

The Supreme Court of Bangladesh has not given any judgment about the rights of children in property

ফেসবুকে এরকম আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাবা মায়ের বাড়িতে সন্তানের অধিকার সম্পর্কিত কোন রায় দিয়েছে কিনা জানতে কী-ওয়ার্ড সার্চ করা হলে এমন কোন তথ্য পাওয়া যায়নি। তবে কী-ওয়ার্ড সার্চে এ সম্পর্কিত ভারতের দিল্লি হাইকোর্টের একটি রায়ের খবর পাওয়া যায়। ২০১৬ সালের ২৯ নভেম্বর “Son has no legal right in parents’ house, can stay at their mercy: Delhi high court” শীর্ষক শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম The Times of India তে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

Son has no legal right in parents’ house, can stay at their mercy: Delhi high court

প্রতিবেদনটির বিস্তারিত অংশ পড়ে দেখা যায়, ভারতের দিল্লির হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছে, পিতা-মাতার নিজের বাড়িতে সন্তানের থাকার কোনো আইনী অধিকার নেই। যদি পিতামাতা চান তবেই সন্তান বাড়িতে থাকতে পারবে। আবার এর মানে এই নয় যে, সন্তানদের বাড়ি থাকার অনুমতি দেয়া হয়েছে বলে সন্তানের সারাজীবনের ভরণপোষণের দায়িত্ব পিতা-মাতাকে বহন করতে হবে।

তাছাড়া কী-ওয়ার্ড সার্চে ভারতীয় অন্য আরেকটি সংবাদমাধ্যম The Economics Times এ একই খবর ২০১৬ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়েছিল, যার শিরোনাম ছিলো, “Son has no legal right in parent’s house, can stay at their mercy: Delhi High Court” অর্থাৎ “পিতামাতার বাড়িতে ছেলের কোনও আইনি অধিকার নেই, তাদের দয়ায় থাকতে পারে: দিল্লি হাইকোর্ট”

Son has no legal right in parent’s house, can stay at their mercy: Delhi High Court

The Economics Times এর এই প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকেও একই তথ্য পাওয়া যায়।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, বাবা-মায়ের বাড়িতে সন্তানের অধিকার সম্পর্কিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই খবরটি বাংলাদেশের কোন ঘটনা নয়। মূলত ২০১৬ সালে ভারতের দিল্লি হাইকোর্ট একটি মামলার রায়ে জানায় যে, পিতা-মাতার বাড়িতে সন্তানের থাকার কোন আইনি অধিকার নেই। তবে পিতা-মাতা চাইলে সন্তান বাড়িতে থাকতে পারে। দিল্লি হাইকোর্টের পুরোনো এই রায়টিকেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের নতুন ঘোষণা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।   

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM