ইন্টারনেট গুজব

লালমনিরহাটে শিলাবৃষ্টির ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়

প্রকাশ: মার্চ ১৯, ২০২৩ ০১:১২ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিলাবৃষ্টির একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে দাবি করা হচ্ছে যে, সম্প্রতি লালমনিরহাটে শিলাবৃষ্টিতে তিনজন কৃষকসহ একজন স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে। দাবিটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্যঃ

সত্যের বাণী নামের একটি ফেসবুক আইডি থেকে গত ১৬ মার্চ ২০২৩ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,

ভয়ংকর শিলা বৃষ্টি থেকে বাঁচতে মসজিদে আজান!!😥😥

🤲ইয়া আল্লাহ তুমি আমাদের সবাই কে মাফ করো।

একই দাবিতে ফেসবুকে আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট সম্প্রতি লালমনিরহাটে শিলাবৃষ্টিতে কোন ছাত্রী ও কৃষক নিহত হয়েছে কিনা জানতে কী-ওয়ার্ড সার্চ করলে সাম্প্রতিক সময়ে লালমনিরহাটে শিলাবৃষ্টিতে কোন ক্ষয়ক্ষতি বা নিহত হওয়ার কোন সংবাদ খুঁজে পায়নি। পরবর্তীতে ফেসবুকে ভাইরাল শিলাবৃষ্টির ভিডিওটি সাম্প্রতিক সময়ের কিনা তা যাচাই করতে ভাইরাল ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ৩০ মার্চ ২০১৮ তারিখে প্রচারিত AnantaArtBD নামক একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট।  

রিভার্স ইমেজ সার্চে প্রাপ্ত ভিডিও ও ভাইরাল ভিডিওগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, রিভার্স ইমেজ সার্চে পাওয়া ভিডিওগুলোর সাথে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে এই ভিডিওর সূত্র ধরে কী-ওয়ার্ড সার্চ করলে ৩০ মার্চ ২০১৮ বেসরকারি গণমাধ্যম Bangla Tribune এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। শিলার আঘাতে ঘরের চাল ফুটো, ফসলের ব্যাপক ক্ষতি শিরোনামের এই প্রতিবেদনে যে ছবি প্রচার করা হয় তার সাথে ভাইরাল ভিডিওর দৃশ্যের হুবুহু মিল খুঁজে পাওয়া যায়। এছাড়া প্রতিবেদনে বলা হয় যে,  

শিলাবৃষ্টিতে নীলফামারীর জলঢাকা,ডোমার ও ডিমলায় ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে টিনের চাল ফুটো হয়ে গেছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নীলফামারীর জেলা প্রশাসক খালেদ রহিম একথা জানিয়েছেন।

শুক্রবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে হওয়া শিলাবৃষ্টির আঘাতে জেলার ডোমার ও ডিমলার ১২ ইউনিয়নের প্রায় ৩৫০ বসত ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। আর ডিমলায় শিলাবৃষ্টিতে ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অর্থাৎ ২০১৮ সালের এ শিলাবৃষ্টিতে লালমনিরহাটে ঘরের টিনের চাল ফুটো হওয়া সহ ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ৩ জন আহত হলেও কেউ নিহত হয়নি।

উল্লেখ্য, ৩০ই মার্চ ২০১৮ এ ঢাকাসহ বাংলাদেশের বেশকিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছিলো। প্রচন্ড এই শিলাবৃষ্টিতে লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, এবং আদিতমারি উপজেলার ছয়টি ইউনিয়নের বিপুল ফসল নষ্ট হয়েছে এবং অনেক ঘর-বাড়ি বিপর্যস্ত হয়েছিলো। সেসময় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদগুলো দেখুন এখানে এবং এখানে

 

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ৩০ই মার্চ ২০১৮ লালমনিরহাটে আঘাত হানা প্রচন্ড শিলাবৃষ্টির ভিডিওকে বর্তমানের দাবি করে কোন তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM