ইন্টারনেট গুজব

আকাশে ভাসমান মূর্তির ভিডিওটি কী অলৌকিক?

প্রকাশ: আগস্ট ২২, ২০২২ ১১:১০ AM

সম্প্রতি পালিত হয়েছে হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। এই উৎসবকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আকাশে মেঘের মাঝে হঠাৎ একটি মানব আকৃতি ছায়ামূর্তি ভেসে উঠেছে এবং কিছু মানুষ আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্মাষ্টমীতে ঘটা এটি একটি অলৌকিক ঘটনা। এমন দাবিতে বেশ কিছু পোস্ট সামনে আসার পর ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

গত আগস্ট ২১, ২০২২ তারিখে Lord Krishna- ভগবান শ্রীকৃষ্ণ নামের একটি ফেসবুক পেজ থেকে ২৫ সেকেন্ডের সেই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,  

অলৌকিক ঘটনা, ভগবান  শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে

জয় শ্রী কৃষ্ণ

Hare Krishna

ভিডিওটি ১৮৭ বার শেয়ার করা হয়েছে। তাছাড়া ভিডিওটিতে রিয়েক্ট করা হয়েছে ৬১০টি এবং কমেন্ট করা হয়েছে ১৪১টি।

অলৌকিক ঘটনা, ভগবান  শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে

এমন দাবিতে আরও বেশ কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

The video of the statue floating in the sky is miraculous

চেক ফ্যাক্ট অনুসন্ধান  

অনুসন্ধানের শুরুতেই ভিডিওটি থেকে বেশ কয়েকটি ফ্রেমে স্ক্রিনশট নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করলে Reinaldo_oficial_1 নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টের লিংক সামনে আসে। লিঙ্কটিতে প্রবেশ করলে দেখা যায়, ভাইরাল এই ভিডিওটি উক্ত একাউন্টে সেপ্টেম্বর ৯, ২০২১ তারিখে আপলোড করা হয়েছিল। অর্থাৎ সাম্প্রতিক জন্মাষ্টমী উৎসবের সঙ্গে এই ভিডিওটির কোনও সম্পর্ক নেই।  

Reinaldo_oficial_1

তাছাড়া এই ভিডিওটির ক্যাপশনে একটি হ্যাশট্যাগে যীশুর নাম উল্লেখ করা আছে। অর্থাৎ ক্যাপশনে এটিকে যীশু খৃষ্টের প্রতিবিম্ব বলে দাবি করা হয়েছে। তাছাড়া পরবর্তীতে সেই ইন্সটাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা যায় বিভিন্ন সময় এই একাউন্ট থেকে আকাশে উড়ন্ত ঘোড়া, যীশু, পরী, সৈন্যদল, অচেনা জন্তুসহ নানা ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করে সেগুলো আপলোড করা হয়েছে।  

The video of the statue floating in the sky is miraculous

এছাড়া গুগল রিভার্স ইমেজ সার্চে nurdos_kaldybaev নামের অন্য আরেকটি ইন্সটাগ্রাম একাউন্টেও ভাইরাল এই ভিডিওটি মে ১৯, ২০২২ তারিখে আপলোড করা হয়েছিল বলে দেখা যায়। এ থেকেও বোঝা যায় যে, সাম্প্রতিক জন্মাষ্টমীর সঙ্গে এই ভিডিওটির কোনও সম্পর্ক নেই।   

nurdos_kaldybaev

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, সম্প্রতি শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আকাশে অলৌকিক ঘটনার কোন দৃশ্য নয় এটি। মূলত কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি এই ভিডিওটি একজন ব্যাক্তি তার ইন্সটাগ্রাম একাউন্টে গতবছর আপলোড করেছিলেন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM