ইন্টারনেট গুজব

নারী মুক্তিযোদ্ধাদের পুরাতন ও বর্তমান ছবির কোলাজ নয় এটি

প্রকাশ: এপ্রিল ০২, ২০২৩ ০১:০৩ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪ জন নারীর দুটি কোলাজ করা ছবি শেয়ার করে ক্যাপশনে দাবি করা হচ্ছে যে, চার বাংলাদেশি নারী মুক্তিযোদ্ধার ১৯৭১ সালে তোলা তাদের একটি ছবিকে স্থান অপরিবর্তিত রেখে ২০২০সালে পুণরায় তোলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই কোলাজ করা ছবিটিতে দেখা যাচ্ছে, এর একটি ছবি সাদা-কালো এবং অন্যটি রঙিন। দুটো ছবিতেই চারজন নারী রয়েছেন। তাঁরা একই ধরনের একটি গাড়ির উপর বসে আছেন এবং দুই ছবিতেই দু'জনের হাতে বন্দুকও রয়েছে। কোন তথ্যসূত্র ছাড়াই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়লে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্যঃ

৩১ মার্চ ২০২৩ Shiblee Islam নামের একটি ফেসবুক আইডি থেকে কোলাজ করা ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

চার বান্ধবী, নারী মুক্তিযোদ্ধা। একই গাড়িতে উপবিষ্ট ১৯৭১ এবং ২০২০ সালে তোলা ছবি। (Collected)

একই দাবিতে ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে ২০১৩ সালের ১৯ জুলাই Bangladesh Old Photo Archive নামের একটি পেজ থেকে আপলোড করা ভাইরাল ছবিটি খুঁজে পায়। ছবিটির ক্যাপশনে লেখা হয়,

Women are posing with gun in a village trip. Bangladesh (1965)

Photo courtesy- Renan Ahmed.

অর্থাৎ ছবিটি ১৯৬৫ সালে কোন এক গ্রামভ্রমণের ছবি।

তাছাড়া ছবিটির কৃতজ্ঞতা হিসেবে Renan Ahmed নামের একজনকে ট্যাগ করা হয়।   

পরবর্তীতে Renan Ahmed এর ফেসবুক আইডিতে সার্চ করলে ২০২০ সালের ২৬ আগষ্ট শেয়ার করা একটি পোস্ট খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। যেখানে তিনি লিখেন,

"২০২০ সালের ২৫ অগাস্ট, গতকাল আমার দাদি রোকেয়া আহমেদ প্রয়াত হয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন।"

এই পোস্টে Renan Ahmed তার দাদীর কিছু ছবি শেয়ার করেন যেখানে ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায় এবং ছবিটির নিচে এক কমেন্টে তিনি জানান,

এই ছবিটি রেনান আহমেদ এর দাদা 1961 সালে তুলেছিলেন। গাড়িতে সামনে বামে বসা নারী  তার দাদী যিনি গত বছর মারা গেছেন এবং নিচের ছবিটি 2017 সালের জানুয়ারিতে আবার তোলা হয়েছে।

পরবর্তীতে ছবিটি সম্পর্কে আরও নিশ্চিত হতে কী-ওয়ার্ড সার্চ করলে ২০২১ সালের ৩১ মার্চ News Bangla24 এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ভিডিও প্রতিবেদনটিতে ছবিতে থাকা রোকেয়া আহমেদের পুত্রবধূ রিফাত আহমেদ ভাইরাল ছবিটির বিষয়ে একাধিক তথ্য প্রদান করেন। তিনি বলেন,

"আমার দাদা শ্বশুর, ওঁরা বছরে দুবার করে পিকনিকে যেতেন সুন্দরবন, সিলেট, খুলনা। সম্ভবত ছবিটা ১৯৬১ সালে খুলনাতে তোলা।  তাঁরা শিকার করে আসার পর যখন রান্না শেষ হল, তখন আমার শ্বশুর বলল গাড়িতে বসো, তোমরা এবার শিকারে যাচ্ছ,  এমনভাবে ছবি তুলি। তখনই ছবিটা তোলা হয়েছিল বলে গল্পে শুনেছি।"

প্রতিবেদনে তিনি আরও জানান, ২০১৭ সালে তাঁর ছেলের বিয়ের সময় পুরো পরিবার এক জায়গায় হয়েছিলেন। তখন ১৯৬১ সালের সেই মুহূর্তটি আবার একইভাবে পুনরায় তোলা হয়েছিলো। দুটি ছবিতেই একই মহিলারা, একই স্থানে বসেছিলেন এবং তাঁরা কেউই ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না।

 

পাশাপাশি ২০২১ সালের ৩০ মার্চ ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ALT News ভাইরাল ছবিটি নারীদের মুক্তিযুদ্ধকালীন সময়ের নয় দাবিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলো। ওই প্রতিবেদনে রেনান আহমেদের বরাত দিয়ে বলা হয় যে, ওই সাদাকালো ছবিতে চালকের আসনের পাশে যাঁকে বসে থাকতে দেখা যাচ্ছে, তিনি রোকেয়া আহমেদ। ছবিতে বাকি যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা হলেন- আয়েশা, রশিদা আহমেদ এবং শাহানা আহমেদ। রেনান আহমেদ স্পষ্ট করে জানিয়েছিলেন যে, ছবিতে উপস্থিত কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না।

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারীদের পুরাতন ও বর্তমান ছবির কোন কোলাজ নয় এটি। ভাইরাল ছবিটি মূলত ১৯৬১ সালে খুলনাতে তোলা একটি পারিবারিক বনভোজনের যা ছবিতে থাকা নারীদের পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে এবং এই ছবিতে উপস্থিত কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না বলেও নিশ্চিত করেছেন তারা । তাই আগে সত্য জানুন, তারপর প্রচার করুন।  

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM