ইন্টারনেট গুজব

হযরত ফাতিমা (রাঃ) এর বাড়ির ছবি নয় এটি

প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৩ ১০:২৫ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাড়ির ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এটি হযরত ফাতিমা (রাঃ) এর বাড়ি। এমন দাবিতে বাড়ির ছবিটিসহ বেশকিছু ফেসবুক পোস্ট সামনে আসার পর এর এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্য

Alhamdulillah নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ভাইরাল বাড়ির ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

হযরত মুহাম্মদ(সাঃ) এর আদরের কন্যা।

জান্নাতি নারীদের সর্দারীনি মা ফাতেমার বাড়ি।

#_সুবাহানআল্লাহ

একই দাবিতে আরও বেশকিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই ভাইরাল বাড়ির ছবিটি দিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হলে স্টক ইমেজ ওয়েবসাইট alamy.com, ফটো শেয়ারিং ওয়েবসাইট flickr.com সহ আরও বেশকিছু ওয়েবসাইটে ভাইরাল বাড়ির ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিটি ওয়েবসাইটেই বাড়ির ছবিগুলোর ক্যাপশনে লেখা আছে যে, তুরস্কের সানলিউরফা প্রদেশের একটি শহর হাররানের ট্র্যাডিশনাল বাড়ি এগুলো। তাছাড়া এই বাড়িগুলো beehive house বা মৌচাক ঘর নামে পরিচিত বলেও উল্লেখ করা হয় সেখানে।

পরবর্তীতে এই বাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে কি-ওয়ার্ড সার্চ করা হলে তুরস্ক ভিত্তিক সংবাদপত্র Daily Sabah তে  জুন ১৮, ২০২১ তারিখে প্রকাশিত একটি সংবাদের লিংক সামনে আসে। উক্ত সংবাদে ভাইরাল বাড়ির ছবি সদৃশ্ একটি ছবি যুক্ত থাকতে দেখা যায় এবং কাদামাটির তৈরি এই বাড়িগুলোকে ২৫০ বছরের পুরোনো তুরস্কের ঐতিহ্যবাহী বাড়ি বলে উল্লেখ করা হয়।  

তাছাড়া পরবর্তীতে ইউটিউবে কি-ওয়ার্ড সার্চে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম TRT World এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর লিংক সামনে আসে।  ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রকাশিত সেই ভিডিওতেও ভাইরাল ছবির বাড়িগুলো সম্পর্কে বিস্তারিত বলা হয় এবং এগুলোকে তুরস্কের ঐতিহ্যবাহী বাড়ি বলে উল্লেখ করা হয়। এছাড়া এই বাড়িগুলো দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক তুরস্কে আসেন বলেও ভিডিওটিতে বলা হয়।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, সম্প্রতি হযরত ফাতিমা (রাঃ) এর বাড়ি দাবি করে যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা সত্য নয়। ভাইরাল ছবির বাড়িগুলো তুরস্কের একটি শহর হাররানে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বাড়ি যা beehive house বা মৌচাক ঘর নামে পরিচিত। 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM