ইন্টারনেট গুজব

ময়ূরছানার বাস্তব ছবি নয় এটি

প্রকাশ: মে ১৮, ২০২৩ ০৭:০০ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়ূরের বাচ্চা দাবিতে একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়। অনেকে ছবিটি শেয়ার দিয়ে এই প্রথমবারের মত ময়ুরের বাচ্চা দেখেছেন বলেও উল্লেখ করেছেন। এমন দাবিতে বেশকিছু পোস্ট সামনে আসার পর ছবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  


ভাইরাল তথ্য
রুকনুজ্জামান রুকন নামের একটি ফেসবুক আইডি থেকে গত মে ১৫, ২০২৩ তারিখে ভাইরাল ছবিটি শেয়ার দিয়ে ক্যাপশনে লেখা হয় “ময়ূরের বাচ্চা” 

এমন দাবিতে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে  এবং এখানে

চেক ফ্যাক্ট অনুসন্ধান 
অনুসন্ধানের শুরুতেই ভাইরাল ছবিটি দিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করার পর Adobe Stock নামক একটি স্টক ফটো লাইব্রেরিতে ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায়। Adobe Stock থেকে পাওয়া ছবিটির বর্ণনাতে উল্লেখ আছে যে, ঐ ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে।

 

তাছাড়া, Birdfact নামক একটি ওয়েবসাইটেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ময়ূরের বাচ্চার ছবির  অনুরূপ একটি ছবি দেখতে পাওয়া গেছে এবং সেখানে স্পষ্ট বলা আছে যে এটি আসল ময়ূরের বাচ্চার ছবি নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

তাছাড়া ঐ ওয়েবসাইটটিতে বাস্তবে ময়ূরের বাচ্চা দেখতে কেমন হয় সেই ছবি ও একটি ভিডিও যুক্ত করে দেওয়া হয়েছে।  

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়ূরের বাচ্চা দাবিতে যে ছবি ভাইরাল হয়েছে তা সত্য নয়। মূলত পোস্টগুলোতে ব্যবহৃত যে ছবিকে ময়ূরের বাচ্চার বলে দাবি করা হচ্ছে সেগুলো বাস্তব নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে।  তাই আগে সত্য জানুন তারপর প্রচার করুন। 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM