ইন্টারনেট গুজব

ভারতীয় ক্রিকেট সমর্থকদের টিভি ভাঙচুরের ছবি এটি?

প্রকাশ: সেপ্টেম্বর ০৬, ২০২২ ১২:০৪ PM

সম্প্রতি এশিয়া কাপ টুর্ণামেন্টে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে, এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের সাথে ভারতের পাঁচ উইকেটে পরাজিত হওয়ার ঘটনাকে মেনে নিতে না পেরে মুম্বাইয়ে টিভি ভাঙচুর করেছে কিছু ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট ভক্তরা। পোস্টটি সামনে আসার পর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টীম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

গত ৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখে একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের সাথে ভারতের পাঁচ উইকেটে পরাজিত হওয়ার ঘটনাকে মেনে নিতে না পেরে মুম্বাইয়ে টিভি ভাঙচুর করেছে কিছু ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট ভক্তরা।

এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের সাথে ভারতের পাঁচ উইকেটে পরাজিত হওয়ার ঘটনাকে মেনে নিতে না পেরে মুম্বাইয়ে টিভি ভাঙচুর করেছে কিছু ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট ভক্তরা।

একই দাবিতে ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ছবিটি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে Shattered cricket fans smash TV sets শিরোনামে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০১৭ সালের ১৯ জুন প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পায়। প্রতিবেদনে বলা হয়,

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-এর ফাইনালে ভারত তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যাওয়ায়, ভারতের আহমেদাবাদের পালডিতে কিছু ক্রিকেট ভক্তরা কয়েকটি টিভি সেট ভেঙে তাদের ক্ষোভ প্রকাশ করে।

উল্লেখ্য, সম্প্রতি ভাইরাল ছবিটির সাথে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে প্রাপ্ত ছবিটির সম্পুর্ণ সাদৃশ্যতা খুঁজে পাওয়া যায়।  

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-এর ফাইনালে ভারত তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যাওয়ায়, ভারতের আহমেদাবাদের পালডিতে কিছু ক্রিকেট ভক্তরা কয়েকটি টিভি সেট ভেঙে তাদের ক্ষোভ প্রকাশ করে।

This picture of Indian cricket fans vandalizing the TV

পরবর্তীতে টাইমস অফ ইন্ডিয়ায় প্রাপ্ত সংবাদের সূত্র ধরে কী-ওয়ার্ড সার্চ করলে পাকিস্তানি গণমাধ্যম DAWN এর ওয়েবসাইটে Indian fans burn posters, break TV sets in protest শিরোনামে ২০১৭ সালের ২০ জুন প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়,

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ -এর ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের ভারত হেরে যাওয়ায়, ভারতের আহমেদাবাদের কিছু ক্রিকেট ভক্তরা ক্ষুব্ধ হয়ে কয়েকটি টিভি সেট ভেঙে ফেলে। এছাড়াও, ভারতের এই হারকে কেন্দ্র করে কানপুর এবং হরিদ্বার শহরে ব্যাপক বিক্ষোভ দেখা যায়। ভক্তরা ক্ষিপ্ত হয়ে রাস্তায় স্লোগান দেয় এবং ভারতীয় ক্রিকেটারদের কুশপুত্তলিকা পোড়ায়।

Indian fans burn posters, break TV sets in protest

এছাড়া গত ৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের কাছে ভারতের হেরে যাওয়ায় মুম্বাইয়ে কোন টিভি ভাঙচুর হয়েছে কিনা জানতে সার্চ করলে কোন গণমাধ্যমে এ সম্পর্কিত কোন সংবাদ টিম চেক ফ্যাক্ট খুঁজে পায়নি।  

 সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর ফাইনালে পাকিস্তানের কাছে ভারত হেরে গেলে ভারতের আহমেদাবাদের পালডিতে কিছু ক্রিকেট ভক্ত ক্ষিপ্ত হয়ে কয়েকটি টিভি সেট ভেঙে ফেলে। পুরোনো সেই ছবিকেই গত ৪ সেপ্টেম্বর এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের সাথে ভারতের পরাজয়ে মুম্বাইয়ে টিভি ভাঙচুরের ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM