ইন্টারনেট গুজব

রাণী দ্বিতীয় এলিজাবেথের গাড়িবহরের ভিডিওকে জাকির নায়েকের দাবিতে প্রচার

প্রকাশ: মে ০৮, ২০২৩ ১১:২৭ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিরাপত্তা গাড়ি বহরের ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে এটি ইসলামী স্কলার জাকির নায়েকের গাড়িবহরের ভিডিও। কোন তথ্যসূত্র ছাড়াই ভিডিওটি ফেসবুক ও টিকটকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

The light of Islam নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,

জাকির নায়েকের সিকিউরিটি দেখলে🤔🤔

একই দাবিতে টিকটকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

চেকফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে ভিডিওটি থেকে ছবি সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২০ সালের ২১ আগস্ট Temidayo London নামের একটি ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে বলা হয় ভিডিওটি রানি এলিজাবেথের এয়ারপোর্ট যাত্রার সময় ধারণকৃত।

পরে এই ভিডিওর ক্যাপশনের সূত্র ধরে কী-ওয়ার্ড সার্চ করলে বার্লিনের অফিশিয়াল সাইট থেকে জানা যায় যে ২০১৫ সালের ২৫ জুন রানি দ্বিতীয় এলিজাবেথ ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে যাত্রা করেছিলেন।

পাশাপাশি ২০১৫ সালের ২৭ জুন Queen Elizabeth II and Enormous Escort Entourage on a cleared Highway at Frankfurt  শিরোনামের একটি ভিডিও খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ভিডিওটির বিবরণেও বলা হয় যে, আলোচ্য ভিডিওটি ২০১৫ সালের ২৫ জুন রানি দ্বিতীয় এলিজাবেথের ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে যাত্রার ভিডিও। উল্লেখ্য, ইউটিউবের ভিডিওটির সাথে টিকটক ও ফেসবুকে ভাইরাল ভিডিওর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

এছাড়া News Naira নামের ওয়েবসাইটে ২০২১ সালে প্রকাশিত 8 Most Protected People In The World শিরোনামের একটি প্রতিবেদনে নিরাপত্তারক্ষীর বিচারে শীর্ষ ৮ বিশ্বনেতার একটি তালিকা খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। তালিকার ৪ নম্বরে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের সিকিউরিটির ছবিগুলোর সাথেও ভাইরাল ভিডিওটির কি-ফ্রেমের সাথে মিল খুঁজে পাওয়া যায়।

উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে, সম্প্রতি জাকির নায়েকের গাড়িবহর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি মূলত রাণী দ্বিতীয় এলিজাবেথের ২০১৫ সালের ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে যাত্রাকালীন তার গাড়িবহরের। অতএব রাণী দ্বিতীয় এলিজাবেথের গাড়িবহরের একটি ভিডিওকে জাকির নায়েকের গাড়িবহর দাবি করে ফেসবুক ও টিকটকে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। তাই সত্য জানুন, তারপর প্রচার করুন।

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM