ইন্টারনেট গুজব

নীল রঙের আপেল সত্যিই কী আছে?

প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২২ ১২:৫৯ PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন পরপর নীল আপেলের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, চীনে নীল রঙের আপেল পাওয়া যায়। এমন দাবিতে ভিডিওটিসহ বেশকিছু পোস্ট সামনে আসলে বিষয়টির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্যঃ

BM WTF Photos নামের একটি ফেসবুক পেজ থেকে ১০ সেকেন্ডের সেই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

এমন দাবিতে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

নীল রঙের আপেল কি সত্যিই আছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানতে টিম চেক ফ্যাক্ট গুগল সার্চ ইঞ্জিনের সহায়তা নিলে সেখান থেকে আমরা কিছু তথ্য ও উপাত্ত পাই যা নীচে তুলে ধরা হলো-  

অনুসন্ধানের শুরুতেই Invid tool এর সহায়তা নিয়েছে টিম চেক ফ্যাক্ট। ভিডিওটির প্রতিটি কী ফ্রেম ধরে ধরে বিশ্লেষণ করে আমরা নিম্নোক্ত তথ্য পেয়েছি।

চিহ্নিত অংশে ভালোভাবে খেয়াল করলেই বোঝা যায় এখানে স্পষ্টত লাল এর উপর নীলাভ আবরণ ব্যবহার করা হয়েছে।

তাছাড়া মার্ক করা অংশে দেখা যাচ্ছে গাছের অন্যান্য সকল আপেলই লাল রঙের।

 

এছাড়া ভিডিওর একটি অংশে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে আপেলটিতে লেগে থাকা নীল রঙ ভিডিওতে থাকা ব্যক্তির হাতের দুই অংশেই লেগে আছে, যা কোনভাবেই সাধারণ আপেল থেকে সম্ভব নয়।   

অর্থাৎ ভিডিও বিশ্লেষণে আমরা নিশ্চিত হতে পেরেছি যে চীনে নীল রঙের আপেল পাওয়া যাচ্ছে দাবী করা ভিডিওটির আপেলটিকে মূলত নীল রঙ করা হয়েছে।

পরবর্তীতে বিশ্বের সবরকম আপেলের তালিকায় নীল আপেল আছে কিনা সেটি খোঁজার চেষ্টা করেছে টিম চেক ফ্যাক্ট। দেখা যায়, তালিকায় নীল আপেলের কোন উল্লেখ নেই।  

এছাড়া আমরা চীনের বিভিন্ন বাজার ও হর্টিকালচার এক্সপোর্ট প্ল্যাটফর্ম খতিয়ে দেখেছি। সেখানে এধরনের কোন আপেল পাওয়া যায়নি যা স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে বা রপ্তানি করা হচ্ছে।

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, চীনে নীল আপেল পাওয়া যাচ্ছে দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা সত্য নয়।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM