ইন্টারনেট গুজব

জ্বালানি প্রতিমন্ত্রীর গোপন কল রেকর্ড ফাঁসের তথ্যটি কী সত্য?

প্রকাশ: আগস্ট ২৫, ২০২২ ০৯:৩৩ AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে যে, জ্বালানি প্রতিমন্ত্রীর ৮ হাজার কোটি টাকা আত্মসাতের একটি গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে। কোন তথ্যসূত্র ছাড়াই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হতে থাকলে এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্যঃ

গত আগস্ট ৭, ২০২২ তারিখে Yousuf Cp নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

এই মাত্র/৮ হাজার কোটি টাকা আ*ত্ম*সাত/জ্বালানি মন্ত্রীর গো*পন কল রেকর্ড ফাঁ*স#এইমাত্র_পাওয়া_খবর।

What is the truth about the leak of secret call records of the Minister of State for Energy

একই দাবিতে ফেসবুকে এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

What is the truth about the leak of secret call records of the Minister of State for Energy

চেক ফ্যাক্ট অনুসন্ধানঃ

অনুসন্ধানের প্রথম ধাপে জ্বালানি প্রতিমন্ত্রীর ৮ হাজার কোটি টাকা আত্মসাতের একটি গোপন কল রেকর্ড ফাঁস হওয়ার ব্যাপারে গণমাধ্যমে কোন সংবাদ বা প্রতিবেদন প্রকাশ হয়েছে কিনা জানতে কী-ওয়ার্ড সার্চ করলে এ সম্পর্কিত কোন তথ্য বা সংবাদ খুঁজে পায়নি টিম চেক ফ্যাক্ট।   

পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট ভাইরাল ভিডিওটি বারবার পর্যবেক্ষণ করলে দেখতে পায় ভাইরাল ৮ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওটি মূলত দুটি আলাদা আলাদা ভিডিওর সমন্বয়ে তৈরি করা হয়েছে। ভিডিওর প্রথম ১৬ সেকেন্ডে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর একটি ফোনকল এবং পরবর্তী অংশটুকুতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের একটি বক্তব্য দেখানো হয়েছে। এছাড়া জ্বালানি প্রতিমন্ত্রীর ফোন কল অংশের ভিডিওটুকুতে বাংলাদেশি টিভি চ্যানেল DBC এর লোগো খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। যেখানে জ্বালানি প্রতিমন্ত্রীকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সম্পর্কে কারো সাথে ফোনে কথা বলতে শোনা যায়।    

বিপিসিকে দেউলিয়া হবার হাত থেকে বাঁচাতেই দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পরবর্তীতে এই সূত্র ধরে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চ করলে টিম চেক ফ্যাক্ট বিপিসিকে দেউলিয়া হবার হাত থেকে বাঁচাতেই দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী শিরোনামে আগস্ট ৬, ২০২২ তারিখে ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুকে পেজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায়। প্রতিবেদনটি পর্যবেক্ষণ করলে দেখা যায় ভিডিও প্রতিবেদনটির শুরুতে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে বিপিসি দেউলিয়া হয়ে যাবে, তাই নিরুপায় হয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে ডিবিসি নিউজকে টেলিফোনে এমনটাই জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এরপর প্রতিবেদনের ১৫ সেকেন্ড অংশ থেকে ডিবিসি প্রতিনিধির সাথে জ্বালানি মন্ত্রীর একটি কথোপকথন শুনতে পায় টিম চেক ফ্যাক্ট। যেখানে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন,   

“বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কতটুকু কমছে? একশ সত্তর থেকে একশ চল্লিশ ডলার হয়েছে। ১৪০ ডলার হিসেবে আমার তেল পড়ে ১২২ টাকা, সেখানে আমি ১১৪ টাকায়। আপনাদের কাছে আছে সে হিসাব? নাই। আমাকে এডজাস্টমেন্ট করতে হবে তো। বিপিসি আট হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে, নিজের পকেট থেকে। দেউলিয়া হয়ে যাবে দুদিন পরে। আমি ইমপোর্ট করতে পারলাম না হাহাকার নেমে গেলো, হাহাকার থেকে দাম বাড়ানো বেটার না? তো আমি কী করবো দাম এডজাস্টমেন্ট করবো না কী করবো?”

উল্লেখ্য, ভাইরাল ভিডিওটির প্রথম ১৬ সেকেন্ডের সাথে ডিবিসি টেলিভিশনে প্রচারিত ১৫ সেকেন্ডের কথোপকথনের সম্পূর্ণ সাদৃশ্যতা খুঁজে পাওয়া যায়।

“বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কতটুকু কমছে? একশ সত্তর থেকে একশ চল্লিশ ডলার হয়েছে। ১৪০ ডলার হিসেবে আমার তেল পড়ে ১২২ টাকা, সেখানে আমি ১১৪ টাকায়। আপনাদের কাছে আছে সে হিসাব? নাই। আমাকে এডজাস্টমেন্ট করতে হবে তো। বিপিসি আট হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে, নিজের পকেট থেকে। দেউলিয়া হয়ে যাবে দুদিন পরে। আমি ইমপোর্ট করতে পারলাম না হাহাকার নেমে গেলো, হাহাকার থেকে দাম বাড়ানো বেটার না? তো আমি কী করবো দাম এডজাস্টমেন্ট করবো না কী করবো

পরবর্তীতে টিম চেক ফ্যাক্ট জ্বালানি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মুজাহিদুল ইসলাম মামুনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টিকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে টিম চেক ফ্যাক্টকে জানান।

উল্লেখ্য এর পূর্বেও জ্বালানি প্রতিমন্ত্রীর বাড়িতে র‍্যাবের অভিযান ও টাকা উদ্ধার শিরোনামে ভাইরাল মিথ্যা ভিডিওটি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছিলো টিম চেক ফ্যাক্ট।     

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, গত আগষ্ট ৬, ২০২২ তারিখে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে ডিবিসি নিউজকে জ্বালানি প্রতিমন্ত্রীর টেলিফোনে দেওয়া একটি সাক্ষাৎকারের কথোপকথনের প্রথমাংশের ১৬ সেকেন্ড ও অন্য ভিডিওর সাথে যুক্ত করে পরবর্তীতে জ্বালানি প্রতিমন্ত্রীর গোপন কল রেকর্ড ফাঁস শিরোনামে প্রচার করা হচ্ছে। ভিডিওটির প্রথমেই জ্বালানি প্রতিমন্ত্রীর একটি কথোপকথন থাকায় অনেকেই বিভ্রান্তিকরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। অর্থাৎ জ্বালানি প্রতিমন্ত্রীর ৮ হাজার কোটি টাকা আত্মসাতের গোপন কল রেকর্ড ফাঁসের দাবিতে ভাইরাল ভিডিওটি মিথ্যা।     

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM