ইন্টারনেট গুজব

সত্যিই কী নতুন কোন ভূমি আইন পাস হয়েছে?

প্রকাশ: জানুয়ারী ২৩, ২০২৩ ০৫:৪৪ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভূমি আইন পাস হয়েছে এবং ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে’ শিরোনামে ভূমি মালিকানা সংক্রান্ত বেশকিছু তথ্য ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। এমন দাবিতে বেশকিছু ফেসবুক পোস্ট সামনে আসার পর সত্যিই এমন কোন আইন পাস হয়েছে কিনা জানতে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।

ভাইরাল তথ্যঃ

১৬ জানুয়ারি ২০২৩ Mamunur Rashid নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ভূমি আইন পাস হয়েছে এবং ১০ জানুয়ারি থেকে কার্যকর হবে’ মর্মে পোস্টটি করা হয়।

এমন দাবিতে আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধান

সম্প্রতি ভূমি মালিকানা সংক্রান্ত কোন আইন সত্যিই পাস হয়েছে কিনা জানতে অনুসন্ধানের শুরুতেই গুগল কী-ওয়ার্ড সার্চ করা হলে ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ-এর ভেরিফায়েড ফেসবুক পেজ সামনে আসে। পেজে ঢুকে দেখা যায়, ২২ জানুয়ারি ২০২৩ তারা ভাইরাল এবিষয়টি নিয়ে একটি সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি দিয়েছে এবং ভাইরাল তথ্যটি সত্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। “ভূমি বিষয়ক আইন সম্পর্কিত ভুয়া খবর/গুজব প্রসঙ্গে” শিরোনামে উক্ত সতর্কতামূলক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘ভূমি আইন পাস হয়েছে, ১০ই জানুয়ারি থেকে কার্যকর হয়েছে মর্মে একটি ভুয়া খবর/গুজব সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে/ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যা ভূমি মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ পর্যালোচনার সময় নজরে আসে। এ ধরনের ভুয়া খবর/গুজব জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে, যা মোটেই কাম্য নয়।

তাছাড়া ‘ভূমি আইন’ নামে কোনো আইন জাতীয় সংসদে এখন পর্যন্ত প্রণয়ন করা হয়নি বলেও সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

পরবর্তীতে মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিকে রেফারেন্স হিসেবে উল্লেখ করে অনলাইন সংবাদমাধ্যম Jago News 24 সহ আরও কিছু সংবাদ মাধ্যমে ভুমি মালিকানা নিয়ে ভাইরাল তথ্যটি মিথ্যা উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে।

এসম্পর্কিত আরো কিছু সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে

 

সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এবিষয়টি স্পষ্ট যে, ‘দলিল যার, জমি তার’ মর্মে "ভূমি আইন পাস হয়েছে, ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে" বলে যে সংবাদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সত্য নয়।   

 

 

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM