ইন্টারনেট গুজব

ভাইরাল ব্রিজের ভিডিওটি কোথাকার?

প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২২ ১২:৫৭ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্রাকার ব্রিজের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে ভিডিওটি চীনের সাংহাই প্রদেশের নানপু ব্রিজের রাতের দৃশ্য। এমন দাবিতে ভিডিওটি সামনে আসার পর এর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে টিম চেক ফ্যাক্ট।  

ভাইরাল তথ্য

গত ৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখে Rafija Sultana Shifa নামের একটি ফেসবুক আইডি থেকে ৭ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,

নানপু ব্রিজের রাতের দৃশ্য!!

Shanghai nanpu bridge at night!

নানপু ব্রিজের রাতের দৃশ্য

একই দাবিতে ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

চেক ফ্যাক্ট অনুসন্ধান

অনুসন্ধানের শুরুতেই ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ পর্যবেক্ষণ করলে দেখা যায় ভিডিওটিতে একই স্থানের দৃশ্য কয়েক সেকেন্ড পরপর কয়েকবার দেখানো হয়েছে এবং পুরো ভিডিওটি তৈরি করার জন্য এগুলোকে একীভূত করা হয়েছে। ঘনকেন্দ্রিক ভাবে তৈরি ভিডিওটিতে একত্রে চলা গাড়িগুলির দিকে মনোযোগ দিলে দৃশ্যগুলো ওভারল্যাপিং লুপের মতো দেখায়। ভিডিওটিতে দেখা যায়, দ্বিতীয় এবং চতুর্থ রিংয়ের সবুজ ট্রাকটি একযোগে চলছে এবং দেখতে একই রকম এবং একই দিকে চলছে।

তৃতীয় রিংয়ে হলুদ গাড়ি এবং লাল ট্রাকটিকে ভিডিওতে অন্তত তিনবার একই ভাবে দেখানো হয়েছে।

এ থেকে বোঝা যায় ভিডিওটি এডিট করা হয়েছে কারণ প্রতিটি ধাপে নিচের দিকে একই ফর্মেশনে একই গাড়ি দেখতে পাওয়া যায়। প্রথম রিং ধরে অন্য প্রতিটি পথে গাড়িগুলি ঠিক একই ফর্মেশনে চলছে এবং গাড়িগুলি ঠিক একই আকার এবং রঙের।

পরবর্তীতে কী ওয়ার্ড সার্চের মাধ্যমে beautiful!The special effects of Shanghai Nanpu Bridge became popular on TikTok, and a single video played exceeded 10 million শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। যেখানে বলা হয়,

In the past two days, Shanghai Nanpu Bridge has become a veritable "net celebrity" on TikTok. In the video uploaded by the creator @firewordsbloom1, the aerial footage of the approach bridge of the Nanpu Bridge was "copied and pasted" to form a 10-layer ring. The vehicle shuttles, quite a bit of a sense of technology through the future.

অর্থাৎ, গত দু'দিনে, সাংহাই নানপু ব্রিজ টিকটক-এ সত্যিকারের "নেট সেলিব্রিটি" হয়ে উঠেছে। নির্মাতা @firewordsbloom1 দ্বারা আপলোড করা ভিডিওটিতে ১০ লেয়ারের রিং তৈরি করতে , নানপু ব্রিজের অ্যাপ্রোচ ব্রিজের এরিয়েল ফুটেজ কপি-পেস্ট করা হয়েছে।   

পরবর্তীতে Drone China নামের একটি ইউটিউবে চ্যানেলে প্রকাশিত নানপু ব্রিজের রাত্রিকালীন দৃশ্যের একটি ভিডিও খুঁজে পায় টিম চেক ফ্যাক্ট। ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওটি তুলনা করলে দেখা যায় নানপু সেতুতে ভাইরাল ভিডিওটির ন্যায় এত বেশি রিংড-লেন নেই।

সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায়, ভাইরাল ভিডিওটি নানপু ব্রিজের রাতের দৃশ্যের নয়। নানপু ব্রিজের একটি লেনের গাড়ি চলাচলের দৃশ্যকে এডিটের মাধ্যমে কপি পেস্ট করে বহুলেন তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানপু ব্রিজের রাতের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।

মন্তব্য (0)


দুঃখিত ! কোন মন্তব্য পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

উদ্বোধনের মাত্র ৭ বছরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক- দাবিটি মিথ্যা।
এপ্রিল ০৩, ২০২৪ ১০:০১ AM
আমেরিকান তারকা কোয়াভোর ছবি সম্পাদনা করে ওবায়দুল কাদেরের নামে প্রচার
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪০ PM
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:২৪ AM
ভাইরাল ছবির এই শিশুটি ইসরায়েলের কারাগারে বন্দি ছিল না
ডিসেম্বর ১০, ২০২৩ ০২:৫২ PM
'খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই' শীর্ষক মন্তব্য ড. ইউনূস করেননি
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৮:২০ AM
রিজওয়ান পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হননি
ডিসেম্বর ০২, ২০২৩ ০৭:৩৩ AM
অবরোধে বাসে আগুন প্রসঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে পুলিশের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ PM
প্রথম আলোর নকল ফটোকার্ডে রাকিন আবসারের নামে ভুয়া মন্তব্য প্রচার
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ AM